Phone Looks Like iPhone: অবিকল আইফোনের মতো ডিজাইন, কিন্তু আসলে তা নয়! তাক লাগাচ্ছে এই স্মার্টফোন
Smartphone Looks Like iPhone: আইফোন ১৪ প্রো মডেলের মতোই দেখতে একটি নতুন ফোন লঞ্চ হয়েছে। অবিকল এক ডিজাইন। একঝলক দেখে যে কেউ আইফোন ১৪ প্রো ভেবে ভুল করবেন।
Phone Looks Like iPhone: গতবছর অর্থাৎ ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ভারত- সহ বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ হয়েছে আইফোন ১৪ (iPhone 14 Series)। এই আইফোন সিরিজের প্রো মডেলের দাম যথেষ্টই চড়া। মধ্যবিত্তের পক্ষে এই ফোন কেনা বেশ সমস্যার। তবে এবার আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) মডেলের মতোই দেখতে একটি নতুন ফোন লঞ্চ হয়েছে। অবিকল এক ডিজাইন। একঝলক দেখে যে কেউ আইফোন ১৪ প্রো ভেবে ভুল করবেন। কিন্তু এই ফোন আদতে আইফোন নয়। দামও অনেকটাই কম। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Letv S1 Pro ফোন। এই ফোনকে আবার LeEco S1 Pro- ও বলা হচ্ছে। চিনে এই ফোনের প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতে আইফোন ১৪ প্রো মডেলের মতো দেখতে এই ফোন কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি।
আইফোনের মতো দেখতে এই স্মার্টফোনের দাম এবং অন্যান্য ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম চিনে CNY 899- ভারতীয় মুদ্রায় পায় ১১ হাজার টাকা। Sunny Blue এবং Titanium Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইফোন ১৪ প্রো মডেলের মতো দেখতে নতুন স্মার্টফোন।
- চিনে লঞ্চ হওয়া এই স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ফোনের ডিসপ্লের উপর ওষুধের ক্যাপস্যুলের আকারের কাট আউট রয়েছে সেখানে সেলফি ক্যামেরা সেনস্র রয়েছে।
- Letv S1 Pro ফোনে একটি অক্টা-কোর Unisoc T7510 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউল একেবারেই আইফোনের মতো দেখতে। এখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- Letv S1 Pro ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি ৫জি ফোন। এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম।
Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের (Samsung Galaxy A Series) দুটো ফোন গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) এবং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A54 5G) ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এই দুই ফোন কবে ভারতে আসবে, আদৌ আসবে কিনা, সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্রে খবর, স্যামসাং গ্যালাক্সি'এ' সিরিজের এই দুই ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।