এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Electronic Devices Heating Issue: গরমের মরশুমে কেন অতিরিক্ত উষ্ণ হয়ে যায় বাড়িতে থাকা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ?
Electronic Devices: গরমের দিনে নাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন।
Electronic Devices Heating Issue: গরমকালে আমাদের (Summer Season) সকলের বাড়িতেই ফ্যান, ফ্রিজ, এসি এমনকি ল্যাপটপ খারাপ হওয়ার ব্যাপার লক্ষ্য করা যায়। গরমের দিনে একাধিক কারণে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম (Electronic Devices Heating Issue) হয়ে যেতে পারে। শুধু যে এইসব ইলেকট্রনিক ডিভাইস গরম হয়ে যায় তা কিন্তু নয়। অনেক বড় বিপদও হতে পারে। যেমন ধরুন কোনও ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গিয়ে ফেটে যেতে পারে। তার জেরে চোট-আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।
গরমের দিনে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কেন অতিরিক্ত গরম হয়ে যায়, তার কিছু কারণ জেনে নেওয়া যাক
- ল্যাপটপ কিংবা টিভির মতো ইলেকট্রনিক ডিভাইস নাগাড়ে ব্যবহার হতে থাকে। ফলে এইসব ডিভাইস গরম হয়ে যাওয়া স্বাভাবিক। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ডিভাইস থেকে ভিতরে জমে থাকা অতিরিক্ত তাপ নির্গত হতে পারে না। আর সেই কারণেই টিভি, ল্যাপটপ এইসব ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা দেখা যায়। সঠিকভাবে তাপ নির্গমন করতে না পারা একটা বড় কারণ। বেশিরভাগ বাড়িতেই ল্যাপটপ কিংবা টিভি এমন জায়গায় রাখা হয় যে ডিভাইসের ভেন্টিলেশন সঠিক প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পায় না। তাই এমন জায়গায় টিভি, ল্যাপটপ এগুলি রাখা জরুরি যাতে ডিভাইস গরম হয়ে গেলেও অতিরিক্ত তাপ ডিভাইস থেকে বেরিয়ে যেতে পারে। তার ফলে ডিভাইস ঠান্ডা হবে এবং বিপদের সম্ভাবনা কমবে।
- গরমের দিনে নাগাড়ে টিভি, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ- এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত নয়। একটানা ব্যবহার করলে ডিভাইস গরম হতে বাধ্য। সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিন। ধরুন যেসময়ে টিভি দেখছেন না বা ল্যাপটপে কাজ করছেন না কিংবা ঘরে থাকছেন না তখন ফ্যান বন্ধ করে দিন। এর ফলে ডিভাইস টেকসই হবে।
- গরমের মরশুমে যেহেতু বাইরের তাপমাত্রা অত্যধিক থাকে, তার জন্যও ঘরের ভিতরে থাকা ইলেকট্রনিক জিনিস দ্রুত গরম হয়ে যায়। এর জন্য চেষ্টা করুন ল্যাপটপে কাজ করলে এসি ঘরে বসে কাজ করতে। তাহলে আপনার ডিভাইস তুলনায় কম গরম হবে এবং ল্যাপটপের মেয়াদ বাড়বে।
- অনেকসময় আমরা বাড়ির বিভিন ইলেকট্রনিক ডিভাইস সঠিকভাবে পরিষ্কার করি না। হয়তো আমরা ভাবি যে সব ঠিকমতো পরিষ্কারই রয়েছে। কিন্তু বাস্তবে তা থাকে না। ইলেকট্রনিক ডিভাইসে ধুলো জমে থাকলে ডিভাইস সহজে গরম হয়ে যায়। এই তালিকায় স্মার্টফোন, এসি, ল্যাপটপ সবই থাকতে পারে। তাই ইলেকট্রনিক ডিভাইস গরমের মরশুমে বলা ভাল সারা বছরই ভালভাবে পরিষ্কার করে রাখা জরুরি। এর ফলে ওইসব ইলেকট্রনিক ডিভাইস অনেকদিন টিকবে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, কী কী সুবিধা পাবেন ইউজাররা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement