PornHub Traffic : ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডাউন থাকাকালীন 'লাফিয়ে বেড়েছে' পর্নহাবে ভিজিটরের সংখ্যা
প্রতি ঘণ্টায় প্রায় ৫ লক্ষ অতিরিক্ত ভিজিটর পেয়েছে ওই পোর্টাল। হিসেব কষলে দাঁড়ায় ১০.৫ শতাংশ বেশি।
নয়াদিল্লি: গত সোমবার ফেসবুক- ইনস্টাগ্রাম, ট্যুইটার যখন বন্ধ ছিল, তখন কে কী করছিলেন ? এই প্রশ্নটাই তখন ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়ায়। একেকজন দিয়েছেন একেকরকম উত্তর। বেরিয়েছে নানা মজার মিমও। কিন্তু আসল সত্যিটা জানলে চমকে উঠবেন।
একটি জনপ্রিয় পর্নোগ্রাফি পোর্টালে ওই সময় হু হু করে ভিজিটর বেড়েছে। ডিজিট্যাল মিডিয়ার ভাষায় যাকে বলে ট্রাফিক। সংস্থার দাবি ফেসবুক অধিকৃত প্ল্যাটফর্মগুলি যতক্ষণ ডাউন ছিল , ততক্ষণ মানুষের নজর পড়ে পর্নোগ্রাফি সাইটে। প্রতি ঘণ্টায় প্রায় ৫ লক্ষ অতিরিক্ত ভিজিটর পেয়েছে ওই পোর্টাল। হিসেব কষলে দাঁড়ায় ১০.৫ শতাংশ বেশি।
New Pornhub Insights from October 4th show what the world was doing while Instagram, Facebook and Whatsapp were down 👀
— Pornhub (@Pornhub) October 7, 2021
Full Insights Here : https://t.co/S7N7kVpReA pic.twitter.com/UHApUZvhWQ
গত ৪ অক্টোবর, বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভ্রাট হয়। একসঙ্গে অকেজো হয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। সোমবার রাত সোয়া ৯টা থেকে এই সমস্যায় ভুক্তভোগী বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে ট্যুইটারে বার্তা দেয় ফেসবুক। এরপর প্রায় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা।
সরকারি হিসাব অনুযায়ী, শুধুমাত্র ভারতেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫৩ কোটি। ফেসবুক ব্যবহার করেন ৪১ কোটি ভারতবাসী। এদেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ২১ কোটি মানুষ।আচমকা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায়, এই বিপুল সংখ্যক মানুষ কার্যত আতান্তরে পড়েন! শুরুতে অনেকে ভেবেছিলেন, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা। কিন্তু, একঘণ্টা, দু’ঘণ্টা, তিনঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, বিশ্বজুড়ে তোলপাড় পড়ে যায়। শেষে ফেসবুকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রাউটারের কাজের জেরে এই বিভ্রাট ঘটেছে। সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, যে ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে ফেসবুকের তথ্যভাণ্ডারের সংযোগ তৈরি হয়, সেই সিস্টেমের (ব্যাকবোন রাউটার) কনফিগারেশনে কিছু পরিবর্তন করার জন্য বিশ্বব্যাপী এই সমস্যার তৈরি হয়েছে। পাশাপাশি নেটওয়ার্ক ট্রাফিকে সমস্যা তৈরি হওয়ার কারণেও ফেসবুকের তথ্যভাণ্ডারের (ডাটা সেন্টার) সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি করে। যার ফলে ফেসবুক পরিষেবা বন্ধ হয়ে যায়।