Viral News:জানেন এই কাজেও দক্ষ মার্ক জাকারবার্গ?
Mark Zuckerberg:স্বহস্তে 'katana' বানিয়ে ফেলেছেন মার্ক জাকারবার্গ। ভিডিও দিতেই ইনস্টাগ্রামে শোরগোল।
কলকাতা: কথায় বলে, 'যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন।' এখানে অবশ্য গল্প থুরি বাস্তবটা খানিক আলাদা। শব্দ অদলবদল করে বলা যাক, 'যিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন, তিনি তলোয়ারও বানাতে পারেন।' বিশ্বাস হচ্ছে না? তা হলে মার্ক জাকারবার্গের ভিডিওটি দেখে ফেলুন। কোনও গল্পকথা নয়। স্বহস্তে 'katana' বানিয়ে ফেলেছেন তিনি।
View this post on Instagram
বিশদ...
ভুল পড়েননি, দেখেননি। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আলোড়ন শুরু হয়ে যায়। সে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল। ভিডিওয় জাকারবার্গকে যেটি তৈরি করতে দেখা গিয়েছে, তার আসল নাম 'katana'। জাপানে এই ধরনের তলোয়ারের ব্যবহার বহু পুরনো। ধার ও শক্তি, দুটিই 'Katana'-র অন্যতম বৈশিষ্ট্য। একেবারে গোড়া থেকে সেই তলোয়ারই তৈরি করেছেন জাকারবার্গ। অবশ্যই প্রশিক্ষকের তত্ত্বাবধানে। সেই পদ্ধতি ক্যামেরাবন্দি করে পরে ইনস্টাগ্রামে পোস্ট করতেই আলোড়ন।
নেটিজেনদের অনেকের অবশ্য বক্তব্য, যে ভাবে গরম ইস্পাতে আঘাত করে তলোয়ার তৈরি করছিলেন 'মেটা'-র সিইও, তা দেখে অনেকেই হয়তো বুঝবেন না যে এই কাজ তিনি প্রথম বার করছেন। প্রশিক্ষকের সঙ্গে মিলে যে 'Katana' তিনি তৈরি করেন, সেটি যে গুণমানেও অত্যন্ত ভাল, সেটি আরও একটি ভিডিওয় স্পষ্ট হয়ে যায়। তলোয়ারের এক কোপে 'টার্গেট' ছেদ করেন তিনি। সব কিছুর ছবি ও ভিডিও দিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা লেখেন, 'মাস্টার আকিরা.কোকাজির সঙ্গে কাটানা তৈরি শেখার চেষ্টা করতে গিয়ে একটা দুরন্ত সুন্দর দুপুর কাটালাম। আপনার এই দক্ষতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।' জাপালের এই তলোয়ার তৈরির পদ্ধতি বেশ পুরনো, সঙ্গে জটিলও বটে। কিন্তু সেটিও যেন অবলীলায় শিখে নিলেন মার্ক জাকারবার্গ। দেখেশুনে চমকে গিয়েছেন বহু নেটিজেনই। একজন লেখেন, 'ও মাই গড, আপনি সামুরাইদের তলোয়ার বানিয়েছেন? কতক্ষণ লাগল বানাতে? দুর্দান্ত ব্যাপার।' আর একজনেরও একই রকম উচ্ছ্বাস ধরা পড়ে কমেন্টে। সবটা পড়লে হয়তো বাংলার সেই চেনা প্রবাদ মনে পড়ে যেতে পারে আরও একবার, 'যে রাঁধে, সে চুলও বাঁধে।' এখানে শুধু পরিপ্রেক্ষিতটা আলাদা...
আরও পড়ুন:খাঁড়ির জল থেকে উদ্ধার সন্তানকে, শুঁড় তুলে 'ধন্যবাদ' হাতির! ভাইরাল ভিডিও