এক্সপ্লোর
Viral News:খাঁড়ির জল থেকে উদ্ধার সন্তানকে, শুঁড় তুলে 'ধন্যবাদ' হাতির! ভাইরাল ভিডিও
IAS Officer Shares Viral Video: খাঁড়ির জলে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করেছিলেন বনকর্মীরা। সন্তানকে ফিরে পেয়ে তাঁদের দিকে তাকিয়ে 'ধন্যবাদ' জানাল মাদি হাতি।
খাঁড়ির জল থেকে উদ্ধার সন্তানকে, শুঁড় তুলে 'ধন্যবাদ' হাতির! ভাইরাল ভিডিও (ছবি:Supriya Sahu IAS X Handle)
1/8

হাতিদের সম্পর্কে কত কথা তো শোনা যায়। তার মধ্যে কিছু খবর, কিছু জল্পনা, কিছুটা আবার 'মিথ।' তবে এও যে ঘটতে পারে, তা হয়তো ভিডিও না দেখলে বিশ্বাসই করতেন না অনেকে। (ছবি:Supriya Sahu IAS X Handle)
2/8

গল্পকথা নয়, একেবারে খাঁটি বাস্তব। তামিলনাড়ু সরকারের 'এনভায়রনমেন্ট ক্লায়মেন্ট চেঞ্জ অ্যান্ড ফরেস্ট' বিভাগের অতিরিক্ত সচিব, আইএএস অফিসার, সুপ্রিয়া সাহু ঘটনাটির ভিডিও পোস্ট করেন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে। (প্রতীকী ছবি)
3/8

কী রয়েছে সেই ভিডিওয়? তা হলে খোলসা করে বলা যাক? ঘটনাটি তামিলনাড়ুরই কোয়েম্বত্তুর জেলার পোল্লাচি এলাকার। খাঁড়ির জলে পড়ে যাওয়া এক হস্তিশাবককে উদ্ধার করেছিলেন বন কর্মীরা। তার পর যেটা হল, সেটাই দেখার। (প্রতীকী ছবি)
4/8

মাদি হাতিটি সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু পা পিছলে খাঁড়ির জলে পড়ে যায় হস্তিশাবক। সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মা। (ছবি:Supriya Sahu IAS X Handle)
5/8

এদিকে খাঁড়ির জলে এতটাই স্রোত যে তার সঙ্গে পাল্লা দিয়ে কিছুতেই উঠতে পারছে না শাবকটি। এই সময়েই সাহায্যে এগিয়ে এসেছিলেন তামিলনাড়ুর বন দফতরের কর্মীরা। সমস্ত বাধা-বিপত্তি সত্ত্বেও দুর্ধর্ষ অভিযান চালিয়ে শাবকটিকে উদ্ধার করেন তাঁরা। (ছবি:Supriya Sahu IAS X Handle)
6/8

মায়ের কাছে ফিরে যায় শাবকটি। মা-ছানার এই 'মিলন' দেখেই খুশি হয়েছিলেন বনকর্মীরা। কিন্তু মাদি হাতিটি বোধহয় আরও কিছু ভেবে রেখেছিল। (প্রতীকী ছবি)
7/8

সন্তানকে নিয়ে ফিরে যাওয়ার পথে একবার পিছনে বনকর্মীদের দিকে তাকিয়ে শুঁড় তোলে সে। সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন আইএএস অফিসার। দেখে মনে হবে যেন শাবককে বাঁচানোয় কৃতজ্ঞতা প্রকাশ করছেন 'মা'। (প্রতীকী ছবি)
8/8

ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন চলছে তার পর থেকে। এও কি সম্ভব? মানুষের মধ্যে এই ধরনের আবেগ-অনুভূতি দেখা যায়। তা বলে হাতি? সত্যিই কি ধন্যবাদ জানাল সে? জোর চর্চা নেটিজেনদের। (প্রতীকী ছবি)
Published at : 24 Feb 2024 09:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















