Google Play Store: কেন্দ্র সরকারের হস্তক্ষেপে প্লে স্টোরে অ্যাপ ফেরালো গুগল, কোন কোন অ্যাপ ফিরল?
Apps: গুগল যেভাবে আচমকা প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে দিয়েছিল সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করার ফলে ব্যবস্থা নিয়েছে গুগল। ফিরিয়ে আনা হয়েছে অ্যাপ।
Google Play Store: কেন্দ্র সরকারের (Central Government of India) হস্তক্ষেপের পরেই কাজ হল। গুগল প্লে স্টোরে (Google Play Store) ফিরল বাদ হয়ে যাওয়া অ্যাপের একাংশ। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পিটিআই- কে (PTI) একটি সাক্ষাৎকারে আগেই জানিয়েছিলেন যে গুগলের এই সিদ্ধান্ত কোনওভাবেই বরদাস্ত করা হবে। প্রয়োজন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া কয়েকটি অ্যাপ ফিরে এসেছে এই মাধ্যমে। সেই তালিকা রয়েছে Naukri, 99acres, Naukri Gulf - এইসব অ্যাপ। Info Edge- এর সহ-প্রতিষ্ঠাতা সঞ্জীব ভিকচন্দানি এক্স মাধ্যমে জানিয়েছেন গুগল প্লে স্টোরে বেশ কিছু Info Edge অ্যাপ ফিরে এসেছে। তবে এখন এটাই দেখার যে গুগল কর্তৃপক্ষ বাকি অ্যাপগুলিকে ফিরিয়ে আনে কিনা। তবে গুগল যেভাবে আচমকা প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে দিয়েছিল সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করার ফলে ব্যবস্থা নিয়েছে গুগল। ফিরিয়ে আনা হয়েছে অ্যাপ।
Many of the Info Edge apps are back on the play store. An effort very well led by Hitesh and the entire Info Edge team. People were up all night for this. Great crisis management https://t.co/2VbI0JmHuY
— Sanjeev Bikhchandani (@sbikh) March 2, 2024
গুগল প্লে স্টোর থেকে ১০টি ভারতীয় অ্যাপ আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল। গুগলের তরফে বলা হয়েছিল বিলিং পলিসি সঠিক ভাবে মেনে চলা হয়নি। তার জেরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গুগলের এই পদক্ষেপের পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্লে স্টোরের অ্যাপের তালিকা থেকে এভাবে অ্যাপের নাম বাতিল করার বিষয়টি আদপেও ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় তরজা। গুগলের একচেটিয়া সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনদের একটা বড় অংশ। ভারত সরকারের হস্তক্ষেপ, সোশ্যাল মিডিয়ার সমালোচনা- এই সবকিছুর পর প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া কয়েকটি অ্যাপ ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছে গুগল।
এই গোটা ঘটনায় শুধু কেন্দ্রীয় সরকার নয়, ভারতের ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন (IAMAI) - এর তরফেও গুগলের এই সিদ্ধান্তকে একেবারেই সমর্থন করেনি। বরং যেসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে সেগুলি প্লে স্টোরে ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে গুগলের কাছে। অন্যদিকে তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুগল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছিলেন।
আরও পড়ুন- অ্যামাজনের মেগা স্মার্টওয়াচ ডে, নতুন ডিভাইস কেনার আগে একঝলক দেখে নিন