(Source: ECI/ABP News/ABP Majha)
Smartwatches: অ্যামাজনের মেগা স্মার্টওয়াচ ডে, নতুন ডিভাইস কেনার আগে একঝলক দেখে নিন
Amazon Mega Smartwatch Day: বিভিন্ন দামের ডিভাইস রয়েছে এই সেলে। তবে সবকটি স্মার্টওয়াচই আসল দামের থেকে অনেকটা কম দামে কেনা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
Smartwatches: নতুন স্মার্টওয়াচ (New Smartwatch) কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ই-কমার্স সংস্থা অ্যামাজনে শুরু হয়েছে মেগা স্মার্টওয়াচ ডে'জ (Mega Smart Watch)। সেখানে স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। বিভিন্ন দামের ডিভাইস রয়েছে এই সেলে। তবে সবকটি স্মার্টওয়াচই আসল দামের থেকে অনেকটা কম দামে কেনা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যামাজনের মেগা স্মার্টওয়াচ ডে'জ সেলে কোন স্মার্টওয়াচের দাম কত।
নয়েজ প্লাস গো বাজ
এই স্মার্টওয়াচ অ্যামাজন থেকে কেনা যাবে ৯৯৯ টাকায়। পাঁচটি রঙে পাওয়া যাবে নয়েজের এই স্মার্টওয়াচ। এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির টিএফটি স্ক্রিন যেখানে একাধিক ওয়াচ ফেসের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে ১০০টি স্পোর্টস মোড এবং স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বিভিন্ন ফিচার। এই স্মার্টওয়াচে SpO2 সেনসর এবং হার্ট রেট মনিটর করার ফিচার। এবার পুরো চার্জ দিলে প্রায় ৭ দিন পর্যন্ত চালু থাকবে এই স্মার্টওয়াচ।
বোট ওয়েভ স্টাইল কল
অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে ১০৯৯ টাকায়। এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১.৬৯ ইঞ্চির রঙিন স্ক্রিন। হার্ট রেট এবং SpO2 সেনসর- এইসব হেলথ ফিচার রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টও পাওয়া যাবে এই স্মার্টওয়াচে। একাধিক ওয়ার্ক আউট মোড রয়েছে এই ডিভাইসে। এর সঙ্গে রয়েছে বিভিন ধরনের ওয়াচ ফেসের সুবিধা।
TIMEX iConnect EVO
এই স্মার্টওয়াচ অ্যামাজন থেকে কেনা যাবে ১৯৯৫ টাকায়। এই স্মার্টওয়াচের মার্কেট রেট প্রাইস ৫৪৯৫ টাকা। TIMEX iConnect EVO স্মার্টওয়াচে রয়েছে ২.০৪ ইঞ্চির AMOLED স্ক্রিন। রোটেটিং ক্রাউন ফিচার দেখা যাবে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট এবং ব্লুটুথ কলিং সাপোর্ট। একাধিক হেলথ ফিচার রয়েছে TIMEX iConnect EVO স্মার্টওয়াচে। সেই তালিকায় হার্ট রেট সেনসর, SpO2 সেনসর রয়েছে। একবার পুরো চার্জ দিলে প্রায় ৭ দিন পর্যন্ত এই স্মার্টওয়াচের ব্যাটারিতে চার্জ থাকবে বলে দাবি করেছে টাইম্যাক্স সংস্থা।
NoiseFit Halo
অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে ২৪৯৯ টাকায়। এর আসল দাম ৭৯৯৯ টাকা। নয়েজফিটের এই স্মার্টওয়াচে একটি ১.৪৩ ইঞ্চির গোলাকার স্ক্রিন রয়েছে। এই স্মার্টওয়াচ তৈরি হয়েছে মেটাল বডি দিয়ে। এই স্মার্টওয়াচের AMOLED স্ক্রিনে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপোর্ট। ১০০টি স্পোর্টস মোড এবং একাধিক হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। হেলথ ফিচারের তালিকায় রয়েছে হার্ট রেট স্ক্যানার, স্লিপ এবং স্ট্রেস ট্র্যাকার, ব্লাড অক্সিজেন লেভেল বা SpO2 মনিটরিং ফিচারের সাপোর্ট। এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি চালু থাকবে।
আরও পড়ুন- গুগল প্লে স্টোর থেকে সরেছে ভারতীয় অ্যাপের নাম, কী বলছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী