Flipkart Big Billion Days Sale 2023: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে তিনটি প্রিমিয়াম ফোনে দুরন্ত ছাড়, রইল তালিকা
Smartphones: আইফোন ১৪, গুগল পিক্সেল ৭এ এবং নাথিং ফোন (২)- এই তিনটি ফোন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৩- এ কত দামে কেনা যাবে দেখে নিন।
Flipkart Big Billion Days Sale 2023: সমস্ত ইউজারদের জন্য শুরু হয়েছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৩ (Flipkart Big Billion Days Sale 2023)। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট টিভি-সহ একাধিক ইলেকট্রনিক্স জিনিসের দামে থাকছে আকর্ষণীয় অফার। বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স, ফোন অ্যাকসেসরিজ, ইয়ারফোন, ফ্যাশন অ্যাকসেসরিজ ও আরও প্রচুর জিনিসের দাম অনেকটা কমবে ফ্লিপকার্টের এই সেলে। ক্রেতাদের জন্য থাকছে নো-কস্ট ইএমআইয়ের (No Cost EMI) সুবিধা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার (Exchange Offer)। পুরনো ফোন এবং ল্যাপটপের পরিবর্তে নতুন ফোন ও ল্যাপটপ কিনতে পারবেন ফ্লিপকার্টের ইউজাররা। ৪৯৯ টাকার উপরে সমস্ত কেনাকাটায় থাকছে ফ্রি ডেলিভারি।
দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের এই সেলে তিনটি প্রিমিয়াম রেঞ্জের ফোনের দাম কতটা কমেছে, এখন কত টাকায় কিনতে পারবেন, আগেই বা দাম কত ছিল
আইফোন ১৪
গতবছর অর্থাৎ ২০২২ সালে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। এই সিরিজের বেস মডেলের দাম বর্তমানে ফ্লিপকার্টে ৫২,৯৯৯ টাকা। এই প্রথম আইফোন ১৪ বিক্রি হচ্ছে ৬০ হাজার টাকারও কমে। পুরনো আইফোনের পরিবর্তে আইফোন ১৪ কিনতে চাইলে ক্রেতারা ৪০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। এর সঙ্গে আরও এক হাজার টাকার ব্যাঙ্ক অফার যুক্ত হতে পারে। আইফোন ১৩ এক্সচেঞ্জ করলে প্রায় ৩০ হাজার টাকা এবং আইফোন ১২ এক্সচেঞ্জ করলে প্রায় ২০ হাজার টাকা ছাড় পাওয়া যেতে পারে। তাই আইফোন ১৩ এক্সচেঞ্জ করলে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেলে আপনি আইফোন ১৪ কিনতে পারবেন ৩০ হাজার টাকারও কমে।
গুগল পিক্সেল ৭এ
আইওএস পছন নয়। অ্যান্ড্রয়েডেই প্রিমিয়াম রেঞ্জের ফোন কিনতে চান? তাহলে গুগল পিক্সেল ৭এ কিনতে পারেন ফ্লিপকার্টের এই সেলে। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৪৩,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের সেলে এখন কেনা যাবে ৩৫,৯৯৯ টাকায়। লঞ্চের পর থেকে এই প্রথম এতটা কম দামে কেনা যাবে গুগল পিক্সেল ৭এ ফোন। পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কিনলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। ধরা যাক আপনি আইফোন ১৩ বিক্রি করে তার পরিবর্তে গুগল পিক্সেল ৭এ কিনছেন, তাহলে এই ফোন পাবেন মাত্র ৬৪৯৯ টাকায়। এছাড়াও যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কেনেন তাহলে আরও ১৫০০ টাকা ছাড় পাবেন আপনি।
নাথিং ফোন (২)
এই ফোনের দাম লঞ্চের সময় ছিল ৪৯,৯৯৯ টাকা। এখন ফ্লিপকার্টের সেলে পাওয়া যাবে ৩৯,৯৯৯ টাকায়। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে ফ্ল্যাট ১৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। পুরনো ফোনের পরিবর্তে এক্সচেঞ্জ করে নাথিং ফোন (২) কিনতে চাইলে ৩০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে পুরনো ফোনের অবস্থা কেমন তার উপরে নির্ভর করবে এই ছাড়ের পরিমাণ।
আরও পড়ুন- স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালভাবে চালু রাখার জন্য নজরে থাকুক সহজ কিছু নিয়ম