Smartphone Battery: স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালভাবে চালু রাখার জন্য নজরে থাকুক সহজ কিছু নিয়ম
Tech Tips: স্মার্টফোনের ব্যাটারি যাতে অনেকদিন পর্যন্ত ভালভাবে কাজ করে, ব্যাটারিতে যেন দীর্ঘক্ষণ চার্জ বজায় থাকে, তার জন্য কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন, দেখে নেওয়া যাক।
Smartphone Battery: স্মার্টফোন (Smartphones) কেনার সময় যে দু'টি ফিচারের দিকে প্রায় সকলেরই সবচেয়ে বেশি নজর থাকে সেগুলি হল ডিভাইসের ক্যামেরা স্পেসিফিকেশন (Camera Specifications) এবং ব্যাটারি (Battery Capacity) কেমন। একটি স্মার্টফোনের ক্যামেরা দীর্ঘদিন ভাল ভাবে চালু রাখতে চাইলে অর্থাৎ অনেকদিন টিকিয়ে রাখতে চাইলে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লিখিত আজকাল বেশিরভাগ ফোনেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। রাসায়নিক ক্রিয়ার ফলে একটা নির্দিষ্ট সময়ের পর কিছুটা কমজোর হয়ে পড়ে এইসব ব্যাটারি। এর ফলে হয়তো দেখবেন আগে ফোনে যেভাবে দ্রুত চার্জ হয়ে যেত তা আর হচ্ছে না। কিংবা পুরো চার্জ দিলেও ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ স্টোর থাকছে না। এইসব সমস্যা লক্ষ্য করা যায়। স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত এইসব যাবতীয় সমস্যা দূর করতে চাইলে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন, তা নিয়েই আলোচনা করা হল।
- ফোনের ব্যাটারিতে অত্যধিক চার্জ দেওয়াও ডিভাইসের পক্ষে ক্ষতিকর। অনেকেরই অভ্যাস থাকে ফোনে চার্জ দিয়ে বসিয়েই রাখা। হয়তো ফুল চার্জ হয়ে গিয়েছে। কিন্তু চার্জিং খুলে নেওয়া হয়নি। এই অতিরিক্ত হারে চার্জ দেওয়ার প্রবণতা ফোনের ব্যাটারির জন্য একেবারেই ভাল অভ্যাস নয়। তাই ফোনে চার্জ হয়ে গেলে তার থেকে চার্জার খুলে রাখুন। চার্জিং পয়েন্টের জায়গা থেকে ফোন সরিয়ে রাখাও প্রয়োজন।
- আবহাওয়ার চরম অবস্থাতেও স্মার্টফোনের লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খুব ঠান্ডা বা প্রবল গরমের জায়গায় বেড়াতে গেলে কিংবা হয়তো এমন সময় যে বজ্রপাত হচ্ছে, চলছে ঝড়বৃষ্টি, সেই সময় আপনি বাড়ির বাইরে রয়েছেন, এক্ষেত্রে ফোনের ব্যবহার বন্ধ রাখাই ভাল। পারলে ডিভাইস সুইচ অফ করে দিন। নাহলে ফোন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
- ফোন চার্জে বসিয়ে কথা বলা কিংবা ফোন ব্যবহার করা, গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা- এইসব কাজ করা উচিত নয়। ফোন ব্যবহার হচ্ছে মানে ব্যাটারির উপরেও চাপ পড়ে। আর ফোন যদি সেই সময় চার্জে থাকে তাহলে ডিভাইস নষ্ট হওয়ার প্রবণতা বাড়ে। ফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। ফোনের ব্যবহার যত কম হবে, ইন্টারনেট যত কম ব্যবহার করবেন ফোনে, ব্যাটারিতে তত বেশি সময় পর্যন্ত চার্জ থাকবে।
- ফোনের ব্যাটারিতে চার্জ ২৫ শতাংশের কম হতে দেবেন না। অন্যদিকে ফুল চার্জ হয়ে গেলে ফোন চার্জিং পয়েন্ট থেকে খুলে নিয়ে ব্যবহার করুন। ৬০ শতাংশের নীচে নামলে তারপর আবার ফোন চার্জে বসাতে পারেন। ফোনে অপটিমাইজড ব্যাটারি চার্জিং ফিচার থাকে তা অন করে অর্থাৎ এনাবেল রাখুন। এক্ষেত্রে ফোনে ৮০ শতাংশ চার্জ হলে ডিভাইস চার্জিংয়ে বসানো থাকলেও তা ব্যবহার না হলে ব্যাটারিতেও আর চার্জ হবে না। ব্যবহার শুরু হলে আবার ফোনের চার্জিংও শুরু হবে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের লকড চ্যাট হবে আরও সুরক্ষিত, চালু হতে চলেছে সিক্রেট কোড ফিচার