Smartphones: ফ্লিপকার্টের মেগা সেভিং ডে সেল, আইফোন ১৫, গুগল পিক্সেল ৮... আর কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে?
Flipkart Mega Saving Days Sale: ফ্লিপকার্টের এই সেলে কোন কোন ফোনের ক্ষেত্রে কী কী অফার রয়েছে এবং দাম কতটা কমেছে, দেখে নিন।
![Smartphones: ফ্লিপকার্টের মেগা সেভিং ডে সেল, আইফোন ১৫, গুগল পিক্সেল ৮... আর কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে? Flipkart Mega Saving Days sale check the discounts on different smartphones including google pixel 9 iPhone 15 motorola edge 40 neo and more Smartphones: ফ্লিপকার্টের মেগা সেভিং ডে সেল, আইফোন ১৫, গুগল পিক্সেল ৮... আর কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/14/826bf5e07fee3c589d14b10bc22320ea1713079276786485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Smartphones: ভারতের জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে চলছে মেগা সেভিং ডে সেল (Flipkart Mega Saving Days Sale)। আগামীকাল অর্থাৎ ১৫ এপ্রিল এই সেল শেষ হবে। আপাতত ফ্লিপকার্ট থেকে বিভিন্ন ফোন কেনা যাচ্ছে অনেকটাই কম দামে। কোন ফোনের ক্ষেত্রে কত টাকা ছাড় রয়েছে, লঞ্চের সময়ের তুলনায় এখন দাম কতটা কমেছে, কী কী অফার রয়েছে, চলুন জেনে নেওয়া যাক সবিস্তারে। এক্ষেত্রে উল্লেখ্য, আইফোন ১৫- র (iPhone 15) ক্ষেত্রে ব্যাঙ্ক অফার ছাড়াও ক্রেতারা ১০ হাজার টাকার বেশি ছাড় পাবেন। তার ফলে দাম অনেকটাই কমেছে এই আইফোনের। এছাড়াও মোটোরোলা এজ ৪০ নিও (Motorola Edge 40 Neo), আইফোন ১৩ (iPhone 13), পিক্সেল ৮ (Google Pixel 8) - সহ একাধিক ফোনের দাম কমেছে ফ্লিপকার্টে এই সেলে। এইসব ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়। দেখে নেওয়া যাক ফ্লিপকার্টের মেগা সেভিং ডে সেলে কোন কোন ৫জি ফোন কিনলে ক্রেতারা সবচেয়ে বেশি সাশ্রয় করতে পারবেন।
আইফোন ১৫
ফ্লিপকার্টের মেগা সেভিং ডে সেলে আইফোন ১৫ মডেলের ক্ষেত্রে ক্রেতারা কোনও ব্যাঙ্কের কার্ডে অফার কিংবা এক্সচেঞ্জ অফার ছাড়াও ১৩,৯০১ টাকা ছাড় পাবেন। তার ফলে এখন ফ্লিপকার্টে আইফোন ১৫- র দাম ৬৫,৯৯৯ টাকা। লঞ্চের সময় ভারতে আইফোন ১৫- র দাম ছিল ৭৯,৯০০ টাকা। এর সঙ্গে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার যুক্ত হলে আইফোন ১৫- র দাম আরও কমবে। ৫০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়ার সুযোগ থাকছে। তবে এক্ষেত্রে ক্রেতাদের আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল এক্সচেঞ্জ করতে হবে। অন্যান্য আইফোন মডেল এক্সচেঞ্জ করলেও ভালই ছাড় পাওয়া যাবে, কিন্তু এতটা নয়। অন্যদিকে ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১৩ কেনা যাবে ৫২,৯৯৯ টাকায়।
গুগল পিক্সেল ৮
ভাল ক্যামেরা পারফরম্যান্স, দ্রুত গতিতে কাজ করবে এমন প্রসেসর এবং সফটওয়্যার যুক্ত ফোন কিনতে চাইলে গুগল পিক্সেল ৮ ভাল অপশন। এই ফোনের আসল দাম মানে লঞ্চের সময় দাম ছিল ৭৫,৯৯৯ টাকা। তবে এখন ফ্লিপকার্ট থেকে ৬৯,৯৯৯ টাকায় কেনা যাবে।
মোটোরোলা এজ ৪০ নিও
মোটোরোলার এই ফোন কেনা যাবে ২২,৯৯৯ টাকায়। ১০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের সঙ্গে রয়েছে ২০০০ টাকার ব্যাঙ্ক অফার রয়েছে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে। অন্যদিকে পোকো এম৬ প্রো ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। আর স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন কেনা যাবে ১২,৪৯০ টাকায়। আর অনেক ফোনের দামের ক্ষেত্রে ছাড় রয়েছে।
আরও পড়ুন- ভারতে প্রথমবারের জন্য ট্যাব লঞ্চ করতে পারে পোকো সংস্থা, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)