(Source: ECI/ABP News/ABP Majha)
Apple iPhone: আর কাজ করবে না আইফোনের এই মডেল ! আপনি এই অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন না তো ?
iPhone 5s: আইফোন ৫এস মডেলকে obsolete product ঘোষণা করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। কিন্তু কেন? কোন আইফোন obsolete product হিসেবে গণ্য হলে আসলে কী হয়? জেনে নিন বিস্তারিত।
Apple iPhone: অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে তাদের ফোন আইফোন ৫এস (iPhone 5s) মডেলকে obsolete product- এর তালিকায় যুক্ত করেছে। অর্থাৎ যাঁরা এখনও আইফোন ৫এস ব্যবহার করেন, এবার থেকে তাঁদের ফোন আর কাজ করবে না বা চলবে না। কিন্তু হঠাৎ কেন অ্যাপেল সংস্থা আইফোন ৫এস ফোনকে obsolete product- এর তালিকাভুক্ত করল? অ্যাপল সংস্থা পলিসি (Apple Policy) বা নিয়মনীতি অনুসারে একটি প্রোডাক্ট তখনই obsolete product হিসেবে গণ্য করা হয় যখন সেটি শেষবার যখন বিক্রি হয়েছিল তার থেকে সাত বছর পেরিয়ে আসে। আইফোন ৫এস মডেলের ক্ষেত্রে তাই হয়েছে। অ্যাপেলের একটি ফোন (Apple iPhone) অর্থাৎ প্রোডাক্ট obsolete product হিসেবে তালিকাভুক্ত হওয়ার অর্থ হল অ্যাপেল স্টোর এবং অ্যাপেল অথরাইজড সার্ভিস প্রোভাইডাররা আর এই ফোনের বা প্রোডাক্টের কোনও মেরামত করতে পারবে না। মূলত এক্ষেত্রে আইফোন ৫এস ফোনের হার্ডওয়্যার সার্ভিস সংক্রান্ত মেরামতির কথা বলা হয়েছে। অন্য কোনও অ্যাপেল ডিভাইস বা প্রোডাক্ট obsolete product হয়ে গেলে তার ক্ষেত্রেও একই জিনিস হবে।
আইফোন ৫এস ফোন এবং তার নজরকাড়া কিছু ফিচার
২০১৩ সালে এই ফোন লঞ্চ হয়েছিল। অ্যাপেল সংস্থা সেই সময়ে এই ফোনে এমন কিছু ফিচার যুক্ত করেছিল যা তাক লাগিয়ে দিয়েছিল তামাম দুনিয়াকে। কিন্তু সেই ফোনই এবার obsolete product হয়ে গিয়েছে। ২০১৩ সালে লঞ্চ করা আইফোন ৫এস ফোনে অ্যাপেল কর্তৃপক্ষ রেখেছিল টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই সেনসর যুক্ত ছিল ফোনের হোম বাটনে। এর মাধ্যমে ইউজারদের ফোন আনলক করার প্রক্রিয়া বদলে গিয়েছিল। এছাড়াও আনঅথরাইজড সোর্স থেকে কেনাকাটার ক্ষেত্রেও লাগাম টেনেছিল এই স্পেশ্যাল হোম বাটনে থাআ টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আইফোন ৫এস ফোনে ছিল এ৭ চিপ। এই চিপ ছিল অ্যাপেলের প্রথম ৬৪ বিটের প্রসেসর। মোবাইল কীভাবে দারুণ গতিতে এবং সাবলীল ও সহজভাবে কাজ করতে পারে তা দেখিয়েছিল এই চিপ।
কোনও আইফোন obsolete product ক্যাটেগরিতে চলে গেলে কী হয়
যে আইফোন মডেল obsolete product হয়ে যাবে সেটি অ্যাপেল স্টোর এবং অথরাইজড সার্ভিস প্রোভাইডারদের থেকে আর কোনও সাহায্য পাবে না। হার্ডওয়্যার সার্ভিসের ক্ষেত্রে কিছু মেরামত করা যাবে না। এছাড়াও পাওয়া যাবে না সফটওয়্যার আপডেট, সিকিউরিটি আপডেট। অর্থাৎ ধীরে ধীরে ফোন আর কাজ করার অবস্থায় থাকবে না। নতুন অ্যাপ এবং সফটওয়্যার এই ফোনে আর কাজ করবে না। ফলে একাধিক সমস্যা দেখা দেবে। ফোন বিক্রি করে যে পরিমাণ টাকা পাওয়ার সম্ভাবনা ছিল তার দর কমবে। অর্থাৎ প্রায় সবদিক থেকেই ফোনটি আর কার্যকরী থাকবে না।
আরও পড়ুন- জুন মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে? দেখে নিন তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।