iQoo Smartphone: আইকিউওও নিও ৭ প্রো ভারতে কবে লঞ্চ হতে পারে? রইল এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন
iQoo Neo 7 Pro: জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি জানিয়েছেন, ২০ জুনের আশপাশে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো।
iQoo Smartphone: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) তাদের নতুন প্রিমিয়াম ফোন আইকিউওও নিও ৭ প্রো (IQoo Neo 7 Pro) ভারতে লঞ্চ করতে চলেছে। এখনও এই ফো লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেনি আইকিউওও সংস্থা। শোনা যাচ্ছে, আইকিউওও নিও ৮ ফোনের rebadged ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ প্রো মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও নিও ৮ ফোন চিনে লঞ্চ হয়েছে গত মাসে অর্থাৎ মে মাসে। এর সঙ্গে লঞ্চ হয়েছিল আইকিউওও নিও ৮ প্রো।
ভারতে আইকিউওও নিও ৭ প্রো কবে লঞ্চ হতে পারে
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি জানিয়েছেন, ২০ জুনের আশপাশে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ প্রো। এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই প্রিমিয়াম ফোন জুন মাসের শেষদিকে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
আইকিউওও নিও ৭ প্রো ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে।
- আগে শোনা গিয়েছিল, আইকিউওও নিও ৭ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- নতুন রিপোর্টে বলা হচ্ছে এই ফোনে একটি Samsung ISOCELL GN5 সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারযুক্ত, সেটা থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- আইকিউওও নিও ৭ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।
- এই ফোনে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং USB 2.0 Type-C পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
আইকিউওও নিও ৭ প্রো ফোনের দাম ভারতে কত হতে পারে
দেশে এই ফোনের দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৬ জুন। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম৫৪ ৫জি (Samsung Galaxy M54 5G) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে নতুন ফোন লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন? কী কী সমস্যা দূর হবে?