Realme Phones: অল্প কয়েকদিনের মধ্যেই ভারতের বাজার কাঁপাতে আসছে রিয়েলমির নতুন ফোন ! কোন মডেল আসছে ?
Realme 15T: রিয়েলমি ১৫টি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।

Realme Phones: রিয়েলমি ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ করতে চলেছে বলে শোনা গিয়েছে। দেশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৫ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১৫ এবং রিয়েলমি ১৫ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে আগেই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এসেছে আরও এক ফোনের নাম। রিয়েলমি ১৫টি মডেলও ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, রিয়েলমি ১৫টি ফোনে ১২ জিবি পর্যন্ত র্যামের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাপোর্ট। অনুমান, রিয়েলমি ১৫টি ফোন ভারতে লঞ্চ হতে পারে অগস্ট মাসে। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এর আগে প্রো প্লাস মডেলে যেসব ফ্ল্যাগশিপ ফিচার থাকত তা এই স্মার্টফোন সিরিজের প্রো মডেলেই থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
রিয়েলমি ১৫টি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। Flowing Silver, Silk Blue, Suit Titanium- এই তিন রঙে রিয়েলমি ১৫টি ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এর আগে রিয়েলমি ১৪টি ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৫টি ফোন। এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। তবে রিয়েলমি ১৪টি ফোনের থেকে বেশি হবে বলেই অনুমান। রিয়েলমি সংস্থার তরফে রিয়েলমি ১৫টি ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও।
জুন মাসে ভারতে এসেছে রিয়েলমি নারজো সিরিজের বাজেট ৫জি ফোন
ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোন। এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ৩২ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৬০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে MIL-STD-810H military-grade durability certification, অর্থাৎ এই ফোন যথেষ্ট শক্তপোক্ত। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। এটি একটি বাজেট ৫জি ফোন।
রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,৪৯৯ টাকা। ক্রিস্টাল পার্পল এবং Onyx ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।






















