Vivo Y73 Discount: ১,০০০ টাকা ছাড় মিলছে ভিভো-র এই লেটেস্ট ফোনে, রয়েছে 8 GB র্যাম, ৬৪ এমপি ক্যামেরা
ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কম দামে কেনা যাচ্ছে। এমনিতে ভিভো-র এই ফোনের দাম ২০,৯৯৯ টাকা।
কলকাতা: জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ভিভো কিছুদিন আগে ভারতে তাদের মিড-রেঞ্জের স্মার্টফোন Vivo Y73 ভারতীয় বাজারে লঞ্চ করেছিল। এখন এই স্মার্টফোন অনেকটা কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কম দামে কেনা যাচ্ছে। এমনিতে ভিভো-র এই ফোনের দাম ২০,৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টে এই ফোন এক হাজার টাকা কম দামে অর্ডার দেওয়া যাবে। ফ্লিপকার্টে প্রদত্ত তথ্য অনুসারে, Vivo Y73 ফোনটি কিনতে পেমেন্ট এইচডিএফসি বা কোটাকের ক্রেডিট কার্ডে করলে এক হাজার টাকার তাৎক্ষণিক ডিসকাউন্ট পাওয়া যাবে। এখন দেখে নেওয়া যাক, এই ফোনের স্পেসিফিকেশন।
Vivo Y73-র স্পেসিফিকেশন
Vivo Y73 স্মার্টফোনে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন 1,080×2,400 পিক্সেল। এই ফোন অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক Funtouch OS 11.1-এ কাজ করে। এই ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি ৯৫ প্রোসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 8 GB RAM ও ১২৮ জিবি ইন্টারন্যা়ল স্টোরেজ। এই ইন্টারন্যাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ক্যামেরা ও ব্যাটারি
Vivo Y73-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ব্যাটারি में 4,000mAh যা, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে ৪ জি, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ বি ৫, ৩.৫ এমএস হেডফোন জ্যাক ও চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। অনবোর্ড সেন্সরে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস ও জাইরোস্কোপ রয়েছে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
Redmi Note 10 Pro-র সঙ্গে টক্কর এই ফোনের
Vivo Y73 টক্কর Redmi Note 10 Pro-র সঙ্গে। Redmi Note 10 Pro-তে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোন MIUI 12 ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে কাজ করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রোসেসর দেওয়া হয়েছে। এতে রয়েছে 8 GB RAM ও ১২৮ জিবি ইন্টারন্যা়ল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে রয়েছে কোয়াডকোর ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এতে রয়েছে ৩৩ ডব্লু ফাস্ট চার্জি সাপোর্ট সহ 5020mAh ব্যাটারি।