Whatsapp Update: দ্বিগুণ সদস্য যোগ করা যাবে গ্রুপে, হোয়াটসঅ্যাপে নতুন আপডেট
Whatsapp Update 2022: গ্রাহকদের সুবিধার্থে নতুন হোয়াটসঅ্যাপ ফিচার নিয়ে আসছে কোম্পানি। এবার থেকে আরও পরিবর্তন দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে।
Whatsapp Update 2022: গ্রাহকদের সুবিধার্থে নতুন হোয়াটসঅ্যাপ ফিচার নিয়ে আসছে কোম্পানি। এবার থেকে আরও পরিবর্তন দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে। সম্প্রতি 100 মেগাবাইটের পরিবর্তে 2 জিবি ডেটা শেয়ারিংয়ের সুযোগ দিয়েছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। পরবর্তীকালে ইমোজিগুলির মাধ্যমে মেসেজের প্রতিক্রিয়া দেওয়ার বৈশিষ্ট্য দিয়েছে কোম্পানি। এবার আনা হচ্ছে এক নতুন ফিচার।
Whatsapp New Feature: কী আছে এই নতুন ফিচারে ?
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র 256 জনকে যুক্ত করতে পারছিলেন। কিন্তু এখন এই নতুন বৈশিষ্ট্যটির ফলে এর সীমা আরও বেড়ে গেল। ব্যবহারকারীরা এখন 256 এর পরিবর্তে একটি গ্রুপে 512 সদস্য যুক্ত করতে সক্ষম হবেন। এই নতুন ফিচারের সাহায্যে আপনি 512-কে অ্যাড করতে পারেন। গত মাসেই এই ফিচারের বিষয়টি সামনে এসেছিল। WABInfo-র একটি রিপোর্ট বলছে, কোম্পানি ব্যবহারকারীদের জন্য এই নতুন বৈশিষ্ট্যটি চালু করতে শুরু করেছে। অর্থাৎ এখন এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের কাছে আসতে শুরু করেছে।শেষ. তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপ সব আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই নতুন আপডেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
Whatsapp Update 2022: হোয়াটসঅ্যাপ কেন খুব দ্রুত নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে ?
হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্ট্যগুলি যত তাড়াতাড়ি সম্ভব আনার সবচেয়ে বড় কারণ হল টেলিগ্রাম অ্যাপ। যা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ করে চলেছে।
হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য সংখ্যা 256 থেকে 512 বাড়ালেও তা টেলিগ্রামকে ছুঁতে পারছে না। কারণ টেলিগ্রাম ইতিমধ্যে আপনাকে একটি গ্রুপে 2 লক্ষ লোককে একসাথে যুক্ত করতে দেয়।
Whatsapp New Feature: নতুন বৈশিষ্ট্য আসবে
রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপ আরও অনেক নতুন ফিচার নিয়ে কাজ করছে। এই বৈশিষ্ট্যগুলিতে মুছে ফেলা বার্তাগুলি ফেরানোর অপশনও টেস্টিং করা হচ্ছে। এই বৈশিষ্ট্যটির সাহায্যে ব্যবহারকারীরা বার্তা মুছে দিলেও তা আগের অবস্থায় ফেরান সম্ভব হবে।
আরও পড়ুন : Axon 40 Ultra: বড় ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, ZTE আনছে এই ফোন