Axon 40 Ultra: বড় ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা, ZTE আনছে এই ফোন
Axon 40 Ultra: নজরকাড়া ডিজাইন নিয়ে বাজারে আসতে চলেছে ZTE-র নতুন স্মার্টফোন Axon 40 Ultra। ইতিমধ্যেই ফোন লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি।
Axon 40 Ultra: নজরকাড়া ডিজাইন নিয়ে বাজারে আসতে চলেছে ZTE-র নতুন স্মার্টফোন Axon 40 Ultra। ইতিমধ্যেই ফোন লঞ্চের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। 21 জুন থেকে কেনার জন্য পাওয়া যাবে এই স্মার্টফোন।
Axon 40 Ultra: কত দাম ফোনের ?
স্মার্টফোনটি রিলিজ হতে আর এক সপ্তাহ বাকি আছে। তার আগেই ফোনে দারুণ অফার ঘোষণা করেছে কোম্পানি। যেখানে আগে কিনলে 39,000 টাকা ছাড় দেওয়া হবে ক্রেতাদের। আর্লি বার্ড অফার সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। সেই কারণে কুপন দেওয়া শুরু করেছে কোম্পানি। এই কুপন কেবল অ্যাক্সন 40 আল্ট্রা কেনার জন্য ব্যবহার করা যেতে পারে।Axon 40 Ultra-এর দুটি ভ্যারিয়েন্ট থাকবে। 8 জিবি RAM ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, যার দাম পড়বে প্রায় 62,464 টাকা। দ্বিতীয়টির দাম হবে প্রায় 70,281 টাকা। সেই ক্ষেত্রে ফোনে 12GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
ZTE Axon 40 Ultra-র বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন
জেডটিই অ্যাক্সন 40 আল্ট্রা যেকোনও প্রিমিয়াম কোয়ালিটির ফোনের সঙ্গে টক্কর দিতে পারে। এই ডিভাইসের অন্যতম প্রধান আকর্ষণ হল, এটি 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পলিং রেট, 10-বিট কালার ও ব্রাইটনেস সহ বড় 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে পায়। যা 1500 nits পর্যন্ত সাপোর্ট করে। মজার বিষয় হল, ZTE-র তৃতীয় প্রজন্মের ডিসপ্লেতে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সেন্সর রয়েছে। এতে একটি স্ন্যাপড্রাগন 8 জেনারেশন প্রসেসর রয়েছে। এতে 12GB পর্যন্ত LPDDR5 র্যাম দিয়েছে কোম্পানি।
ZTE Axon 40 Ultra-তে দারুণ ব্যাটারি ব্যাকআপ:
ফোনটি 5000 এমএএইচ ব্যাটারি সহ 65W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ফোনে। সংযোগের ক্ষেত্রে, এতে NFC-র সঙ্গে ব্লুটুথ v5.2 রয়েছে।
ZTE Axon 40 Ultra: ২১ জুন থেকে বিক্রি শুরু
জেডটিই এক্সন 40 আল্ট্রা বিক্রি 21 জুন থেকে বিক্রি শুরু হবে। ফোনটি সরাসরি জেডটিই এর ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। যদি আপনি যদি আগ্রহী হন, তাহলে আপনি আর্লি বার্ড কুপনের সুবিধা নিতে পারবেন। যার মাধ্যমে এই ফোনে 39,000 টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
SBI Alert: নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, ব্যাঙ্ক থেকেই মেসেজ বুঝবেন কীভাবে ?