Xiaomi Redmi Note 11 : বাজারে এল Redmi Note 11 সিরিজ, জেনে নিন দাম-ফিচার
Xiaomi Redmi Note 11 series launch : অফলাইনের পাশাপাশি এই ফোনগুলি Amazon India, Mi.com ও Mi Home Stores-এও পাওয়া যাবে
নয়া দিল্লি : Redmi Note 11 সিরিজ, Redmi Smart Band Pro ও Redmi Smart TV X43 লঞ্চ করল শাওমি রেডমি ব্র্যান্ড। সংস্থার ইউটিউব চ্যানেলে এই মর্মে লাইভস্ট্রিম করা হয়। অফলাইনের পাশাপাশি এই ফোনগুলি Amazon India, Mi.com ও Mi Home Stores-এও পাওয়া যাবে।
কী দাম নির্ধারণ করা হয়েছে ?
Redmi Note 11-এর দাম শুরু হচ্ছে ১৩,৪৯৯ থেকে। Redmi Note 11S-এর দাম শুরু ১৫ হাজার ৯৯৯ থেকে। Redmi Smart Band Pro-র দাম পড়বে ৩ হাজার ৯৯৯। যদিও এর দাম শুরু হচ্ছে ৩ হাজার ৪৯৯ থেকে। Redmi TV-র দাম পড়বে ২৮ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুন ; Valentine’s Day-তে সেরা উপহার, রেডমির নতুন ফোন কিনুন মাত্র ১০ হাজারে
কী রকম ফিচার থাকছে ?
Redmi Note 11S এর ব্যাক ক্যামেরা- ১০৮এমপি(Samsung HM2 সেন্সর)। শাওমি-র দাবি, কম আলোতেও ভাল ছবি উঠবে। রয়েছে AMOLED ডিসপ্লে । এছাড়া ফোনের ব্যাটারি ব্যাটারি ক্ষমতা ৫০০০ mAh। যার চার্জিং ক্ষমতা ৩৩ওয়াট। যদিও শাওমি এখনও এর দাম ঘোষণা করেনি। গত বছর Redmi Note 10 Pro Max ভ্যারিয়েন্টেই ১০৮এমপি ক্যামেরা সীমিত রেখেছিল রেডমি। ৯০ Hz ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও পিছনে ৫০এমপি মেন ক্যামেরা নিয়ে লঞ্চ হয়েছে Redmi Note 11।
আরও পড়ুন ; মিউচুয়াল ফান্ডে প্রথমবার বিনিয়োগ করবেন ? এই পরামর্শ মানলে অনেক বেশি লাভ
এর পাশাপাশি বাজারে এসেছে Redmi Smart Band Pro। এতে থাকছে অলওয়েজ-অন ডিসপ্লে ও ১১০ ওয়ার্কআউট মোড, ব্লাড অক্সিজেন মনিটরিং , হার্ট রেট মনিটরিং । এর সাথে সাথে মিলবে অন্যান্য বৈশিষ্ট্যও। নতুন রেডমি Redmi Smart TVX -এ থাকছে ৪৩ ইঞ্চির ডিসপ্লে, 4K এইচডিআর, ডলবি ভিসন সাপোর্ট ও ৩০ ওয়াটের স্পিকার।