Xiaomi Laptop Launch: খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে শাওমির ল্যাপটপ
এর আগে শাওমি তাদের Mi ব্র্যান্ডের নোটবুক Mi নোটবুক ১৪, Mi নোটবুক ১৪ হরাইজন এডিশন, Mi নোটবুক আইসি এবং Mi নোটবুক ১৪ ই-নার্নিং এডিশন ভারতে লঞ্চ করেছিল। এবার তারাই নিয়ে আসতে চলেছে ল্যাপটপ।
নয়াদিল্লি : অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনের পর এবার ল্যাপটপ। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে শাওমির নতুন ল্যাপটপ। রেডমির Mi সিরিজের অন্তর্ভুক্ত ল্যাপটপ খুব তাড়াতাড়ি বাজারে নিয়ে আসতে চলেছে শাওমি। জানা যাচ্ছে, এর আগে শাওমি তাদের Mi ব্র্যান্ডের নোটবুক Mi নোটবুক ১৪, Mi নোটবুক ১৪ হরাইজন এডিশন, Mi নোটবুক আইসি এবং Mi নোটবুক ১৪ ই-নার্নিং এডিশন ভারতে লঞ্চ করেছিল। এবার তারাই নিয়ে আসতে চলেছে ল্যাপটপ। এবং যদি তারা সত্যিই বাজারে ল্যাপটপ নিয়ে আসে, তাহলে সেটিই হতে চলেছে রেডমি ব্র্যান্ডের প্রথম প্রোডাক্ট।
ল্যাপটপ প্রসঙ্গে এখনও পর্যন্ত শাওমির পক্ষ থেকে নির্দিষ্ট কোনও দিন জানানো হয়নি বা সরকারিভাবে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে চিনে ইতিমধ্যেই শাওমির বেশ কিছু প্রোডাক্ট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে কিছু ভারতে নিয়ে আসারও পরিকল্পনা করেছে এই সংস্থা।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করেছে রেডমি প্রো ১৪ এবং রেডমি প্রো ১৫ মডেল দুটি। লঞ্চ হওয়া দুটি প্রোডাক্টেই ১১ জেনারেশনের ইনটেল প্রসেসর রয়েছে। স্মার্টফোনের অত্যাধুনিক ফিচারের মতোই শাওমির রেডমি ব্র্য়ান্ডের ল্যাপটপও যে অত্যাধুনিক ফিচারের হবে, তা আশা করাই যায়। পাশাপাশি, শাওমি ভারতে রেডমি নোট 10T 5Gও লঞ্চ করার পরিকল্পনা করছে। যা দেশের প্রথম 5G প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন হতে চলেছে। যদিও এই শাওমির এই স্মার্টফোনও কবে ভারতে লঞ্চ করবে, তার দিনক্ষণ এখনও জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।
শাওমি বা রেডমি, স্মার্টফোনের বাজারে নামটাও যথেষ্ট। অত্যাধুনিক ফিচার সম্পন্ন স্মার্টফোন মানেই রেডমির স্মার্টফোন। এমনটাই মতামত জনৈক গ্রাহকের। অর্থাৎ, স্মার্টফোনের বাজারে গ্রাহকদের বিশ্বাস ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে শাওমি। এবার ল্যাপটপের বাজারও দখলে নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই সংস্থা। শাওমির স্মার্টফোন তো গ্রাহকদের পছন্দের তালিকায় ঢুকেই পড়েছে। এবার দেখার ল্যাপটপের বাজার কতটা নিজেদের দখলে নিয়ে আসতে পারে শাওমি।