Gaming Phone: নতুন গেমিং ফোন লঞ্চ হয়েছে ভারতে, ইনফিনিক্স জিটি ২০ প্রো মডেলের দাম কত?
Infinix GT 20 Pro: গেম খেলার সময় এই ফোন যাতে ইউজারদের খুব ভাল অভিজ্ঞতা দেয় তার জন্য ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে রয়েছে Pixel Works X5 Turbo চিপ।
Gaming Phone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন গেমিং স্মার্টফোন ইনফিনিক্স জিটি ২০ প্রো। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আল্টিমেট প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। গেম খেলার সময় এই ফোন যাতে ইউজারদের খুব ভাল অভিজ্ঞতা দেয় তার জন্য ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে রয়েছে Pixel Works X5 Turbo চিপ। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন এবং ডিভাইসে রয়েছে একটি cyber mecha ডিজাইন। গতবছর অর্থাৎ ২০২৩ সালের অগস্ট মাসে ইনফিনিক্স স্মার্ট ১০ প্রো ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর মডেল হিসেবে ভারতে এবার লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন।
ভারতে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২২,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফার যুক্ত রয়েছে)। অন্যদিকে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আরও একটি মডেল, যার দাম ২৪,৯৯৯ টাকা (ব্যাঙ্ক অফার যুক্ত রয়েছে)। আগামী ২৮ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। Mecha Blue, Mecha Orange, Mecha Silver- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন।
ইনফিনিক্স জিটি ২০ প্রো গেমিং ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে যা পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- র সাহায্যে।
- এই ফোনে৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত LTPS AMOLED ডিসপ্লে রয়েছে।
- ইনফিনিক্স জিটি ২০ প্রো গেমিং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের LTPS AMOLED সেনসর রয়েছে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি RGB mini-LED array এবং একটি সি আকৃতির রিং। এলইডি ইন্টারফেসে আটটি রঙের কম্বিনেশন এবং চারটি আলোর এফেক্ট পাওয়া যাবে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। জেবিএল সংস্থার ডুয়াল স্পিকার রয়েছে ফোনে। আর আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- ১৮ লক্ষ সিম কার্ডের বন্ধের সিদ্ধান্ত ! কেন্দ্রের নয়া নির্দেশ টেলিকম সংস্থাগুলিকে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।