Inactive Google Account: দু'বছর ধরে ব্যবহার নেই গুগল অ্যাকাউন্টের? কোন বিপদে পড়তে পারেন আপনি?
Google: নিজের গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য কী কী করণীয় একনজরে দেখে নেওয়া যাক। সহজ কয়েকটি কাজের মাধ্যমেই আপনি নিজের গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে পারবেন।
Inactive Google Account: সতর্ক করে ইউজারদের ইমেল(Email) পাঠালো গুগল (Google) কর্তৃপক্ষ। সংস্থার Account Inactivity Policy রিভিউ করার জন্য বার্তা দেওয়া হয়েছে ইউজারদের। সেখানে বলা হয়েছে গুগল হয়তো ইন-অ্যাক্টিভ অ্যাকাউন্ট (Inactive Account) ডিলিট করে দিতে পারে। যদি দু'বছর ধরে কোনও ইউজারের গুগল অ্যাকাউন্ট ইন-অ্যাক্টিভ থাকে তাহলে তা ডিলিট করে দিতে পারে কর্তৃপক্ষ। এর আগে চলতি বছর মে মাস গুগল সংস্থা জানিয়েছিল যে দু'বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ডিসেম্বর মাসের মধ্যে তারা ডিলিট করে দেবে। এবার সেই সতর্কবার্তার ভিত্তিতেই ইমেল করে ইউজারদের রিমাইন্ডার পাঠাচ্ছে গুগল সংস্থা। কারণ সময় এগিয়ে আসছে। চলতি বছর ডিসেম্বর মাসের পয়লা তারিখ থেকেই নতুন নিয়ম কার্যকরী হবে বলে শোনা গিয়েছে। তবে এই গোটা বিষয়টা যেন ইউজারদের অজানা না থাকে সেই জন্যই ইমেল পাঠিয়ে বিস্তারিত ভাবে ইউজারদের জানানো হচ্ছে যে তাদের অ্যাকাউন্ট ইন-অ্যাক্টিভ কিনা, তা ডিলিট হয়ে গেলে কী কী হতে পারে। এর ফলে চাইলে কোনও ইউজার যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন।
কীভাবে অ্যাক্টিভ রাখবেন নিজের গুগল অ্যাকাউন্ট
নিজের গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য কী কী করণীয় একনজরে দেখে নেওয়া যাক
- আপনি ইমেল পাঠাতে পারেন বা পড়তে পারেন
- ব্যবহার করতে পারেন গুগল ড্রাউভ
- দেখতে পারেন ইউটিউব ভিডিও
- শেয়ার করতে পারেন ছবি
- অ্যাপ ডাউনলোড করতে পারেন
- গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন
- কোনও থার্ড পার্টি অ্যাপে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করতে পারেন
গুগল অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে কী কী সমস্যায় পড়বেন ইউজাররা
একজন ইউজারের গুগল অ্যাকাউন্ট ডিলিট হলে তার সমস্ত কনটেন্টও ডিলিট হবে। গুগল ওয়ার্কস্পেস যেমন- জিমেল, গুগল ডক্স বা ডকুমেন্ট, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব, গুগল ফটো- এর মধ্যে থাকা ডেটাগুলিও ডিলিট হয়ে যাবে। এবছর ডিসেম্বর মাস পর্যন্ত নতুন নিয়ম কার্যকর হবে না। তাই এখনও যাঁরা জিমেলে ইনঅ্যাকটিভ রয়েছেন তাঁরা কিছুটা সময় পাবেন অ্যাকাউন্ট অ্যাকটিভ করে নেওয়ার। কারণ ডিলিট হয়ে যাওয়া জিমেল অ্যাড্রেস পুনরায় আর পাওয়া যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন