Google Pixel 6 Series: ডিজাইনে চমক, ৪৪,৯০০ টাকা থেকে দাম শুরু Google Pixel 6-এর
Google Pixel 6 Series: একেবারে অন্য ডিজাইনের ফোন নিয়ে এল এই টেক জায়ান্ট। লঞ্চ হল Google Pixel 6 Series। ফোনের দাম শুরু ৪৪,৯০০ টাকা থেকে।
নয়াদিল্লি: বিশ্ব বাজারে মোবাইল মার্কেটে চমক দিল গুগল। একেবারে অন্য ডিজাইনের ফোন নিয়ে এল এই টেক জায়ান্ট। লঞ্চ হল Google Pixel 6 Series। ফোনের দাম শুরু ৪৪,৯০০ টাকা থেকে। অ্যাপলের মতো এবার ফোনে নিজস্ব টেনসর চিপ ব্যবহার করেছে কোম্পানি। যার দিকে তাকিয়ে ছিল মোবাইল বিশ্ব।
Google Pixel 6 -এর দাম ও ডিজাইন- লঞ্চ ইভেন্টের ছবি বলছে, গুগল পিক্সেল ৬-এ রয়েছে একটা ক্যামেরা বার। এতে AOD ডিসপ্লে দিয়েছে কোম্পানি। প্রথম থেকেই স্টক অ্যান্ড্রয়েড ১২-এ চলবে এই ফোন। এছাড়াও থাকছে ৫জি ও ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনের দাম রাখা হয়েছে ৫৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,৯০০টাকা)।
Google Pixel 6 Pro- গুগলের এই ফ্ল্যাগশিপ মডেলের দাম রাখা হয়েছে 899 ডলার(ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৬৭,৫০০ টাকা)।আজ থেকেই পিক্সেল ৬ সিরিজের প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। তবে ভারতে এই ফোনের আসার বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি কোম্পানি।
Google Pixel 6 ও Pixel 6 Pro-এর ক্যামেরা ও ডিসপ্লে- সাদা , কালো ও হালকা সোনালি রঙের ফোন এনেছে কোম্পানি। এই তিন রং কেবল প্রো মডেলে পাওয়া যাবে। Google Pixel 6-এ রয়েছে কালো, লাল ও নীল অপশন। পিক্সেল ৬-এ রয়েছে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। তবে প্রো মডেলে ৬.৭ ইঞ্চির LTPO ডিসপ্লে দিয়েছে গুগল। ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ওঠানামা করবে ফোনের রিফ্রেস রেট।
দুই ভ্যারিয়েন্টেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার দেওয়া হয়ে ফোনে। এ ছাড়াও রয়েছে ১২মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। তবে প্রো মডেলে অতিরিক্ত টেলিফটো লেন্স ও 4x অপটিক্যাল জুম দিয়েছে কোম্পানি। গুগল পিক্সেল সিরিজে এই প্রথম ফোন যাতে তিনটে রেয়ার ক্যামেরা দিল কোম্পানি। এতে রয়েছে ম্যাজিক ইরেজারের মতো ফিচার। যা ছবির ব্যাকগ্রাউন্ড থেকে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলতে সাহায্য করবে।
আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনের সেলে বাম্পার অফার, ৫০০ টাকার মধ্যে পাংচার কিট-এয়ার পাম্প