Google Pixel 6a: ভারতে কবে লঞ্চ হবে গুগল পিক্সেল ৬এ? প্রকাশ্যে সম্ভাব্য দাম
Google Pixel Phone: ২১ জুলাই ভারতে গুগল পিক্সেল ৬এ ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে।
Google Pixel 6A: গুগল পিক্সেল ৬এ (Google Pixel 6A) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। গুগল (Google) কর্তৃপক্ষ এখনও এই ফোন লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠনিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে, সম্ভবত আগামী কাল অর্থাৎ ২১ তারিখ ভারতে এই ফোন লঞ্চ হতে পারে। গুগলের পিক্সেল (Google Pixel 6A) সিরিজের এই ফোনের সম্ভাব্য দামও প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনের দাম ৪০ হাজার টাকার আশপাশে হতে পারে। গুগল পিক্সেল ৬এ ইতিমধ্যেই মার্কিন মুলুকে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর প্রসেসর এবং একটি Titan M2 সিকিউরিটি কোপ্রসেসর। এই ফোনে একটি ৬.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। গুগলের I/O ইভেন্টে গুগল পিক্সেল ৬এ ফোনের সঙ্গে পিক্সেল ওয়াচ এবং গুগল পিক্সেল বাডস প্রো- ও প্রকাশ্যে এসেছিল। পিক্সেল ওয়াচ ভারতে কবে লঞ্চ হবে, আদৌ লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শোনা গিয়েছে, গুগল পিক্সেল বাডস প্রো ২৮ জুলাই ভারতে লঞ্চ হতে পারে। আর এই ইয়ারবাডসের জন্য আগামীকাল থেকে প্রিবুকিং শুরু হওয়ার কথা রয়েছে।
গুগল পিক্সেল ৬এ ফোনের দাম
টিপস্টার সাহিল করৌল ট্যুইটারে জানিয়েছেন চলতি মাসের ২১ তারিখ এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। এই টিপস্টারের দাবি, রিটেল বক্স অনুসারে গুগল পিক্সেল ৬এ ফোনের দাম হতে পারে ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে আর এক টিপস্টার অভিষেক যাদবের মতে এই ফোনের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা। গুগল সংস্থা এখন ও তাদের পিক্সেল ৬এ ফোনের দাম ভারতে কত হবে সেই ব্যাপারে কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন প্রদেশে গুগল পিক্সেল ৬এ লঞ্চ হয়েছিল মে মাসে। ফোনের দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪,৮০০ টাকা।
ভারতে গুগল পিক্সেল ৪এ লঞ্চ হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে। এরপর গুগল সংস্থা তাদের আর কোনও পিক্সেল ফোন ভারতে লঞ্চ করেনি। গুগল পিক্সেল ৫ সিরিজ লঞ্চ হয়নি দেশে। তবে এবার গুগল পিক্সেল ৬এ সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- স্যামসাংয়ের সাংকেতিক ট্যুইট! কীসের আভাস দিল দক্ষিণ কোরিয়ার সংস্থা