Google Pixel 7a: ভারতে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম কত হতে পারে? কী কী রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে?
Smartphone: কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে গুগল পিক্সেল ৭এ ফোন ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Google Pixel 7a: ভারতে লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। আগামী ১০ মে Google I/O 2023 ইভেন্টে আত্মপ্রকাশ হতে চলেছে এই ফোনের। আর তার পরের দিন অর্থাৎ ১১ মে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে গুগলের এই নতুন স্মার্টফোন। এখনও এই ফোনের দাম সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, গুগল পিক্সেল ৬এ ফোনের থেকে কিছুটা বেশি হতে চলেছে গুগল পিক্সেল ৭এ ফোনের। ভারতে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। সূত্রের খবর, ভারতে এই ফোনের দাম ৩২ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে হবে। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে গুগল পিক্সেল ৭এ ফোন ভারতে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে শোনা গিয়েছে, চারকোল, ব্লু এবং স্নো- এই তিন রঙের শেডে গুগলের নতুন পিক্সেল ফোন লঞ্চ হবে ভারতে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে এই ফোনে। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য জানা যায়নি। লুক এবং ডিজাইনের ক্ষেত্রে পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো ফোনের মতোই হতে চলেছে গুগল পিক্সেল ৭এ ফোন।
গুগল পিক্সেল ৭এ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে গুগলের টেনসর জি২ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
- গুগল পিক্সেল ৭এ ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স যযুক্ত সেনসর। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- গুগল পিক্সেলের আসন্ন মডেলে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে এই ফোনে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ থাকবে বলে শোনা যাচ্ছে।
- এই স্মার্টফোনের বাক্সে ইউজারদের জন্য থাকতে পারে একটি সিম টুল,কুইক সুইচ অ্যাডাপ্টার, টাইপ-সি ইউএসবি কেবল চার্জার। স্মার্টফোনের কেসের রঙ White, Jade, Carbon, Blue- এই চার ধরনের হতে পারে।