Honor X9b: ভারতে হাজির Honor X9b ৫জি ফোন, দাম কত? কেনার সময় কী কী অফার পেতে পারেন?
Honor Smartphones: Honor X9b ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫,৯৯৯ টাকা।
Honor X9b: ভারতে লঞ্চ হয়েছে Honor X9b ফোন। Honor সংস্থার এক্স সিরিজের এই স্মার্টফোনে রয়েছে একটি ৪ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। Honor X9b ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED স্ক্রিন রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। Honor X9b ৫জি ফোনে একটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর তার সঙ্গে রয়েছে ৩৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোন IP53 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না।
Honor X9b ৫জি ফোনের দাম ভারতে কত, কোথা থেকে কিনবেন, কী কী রঙে পাওয়া যাবে, কবে শুরু হচ্ছে বিক্রি
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫,৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক এবং সানরাইজ অরেঞ্জ- এই দুই রঙে Honor X9b ৫জি ফোন লঞ্চ হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও দেশের ১৮০০ রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে বলে জানা গিয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ৩০০০ টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।
Honor X9b ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও Honor X9b ফোন পরিচালিত হতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ এবং Magic OS 7.2- এর সাহায্যে। কার্ভড AMOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে Ultra Bounce Anti Drop প্রযুক্তির সাপোর্ট।
- Honor X9b ৫জি ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, একটি ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে। Honor X9b ৫জি ফোন মাত্র ৭.৮৯ মিলিমিটার পুরু এবং ওজন ১৮৫ গ্রাম।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩ ফোন, কোন ফোনের সাকসেসর হিসেবে আসছে এই মডেল?