Cyber Attack: ডেস্কটপে গুগল ক্রোম চালান ? হ্যাকারের হাতে চলে যেতে পারে কম্পিউটারের নিয়ন্ত্রণ !
Google Chrome Attack: ডেস্কটপ আপনার কাছে থাকলেও নিয়ন্ত্রণ চলে যেতে পারে অন্যের হাতে। কেবল গুগল ক্রোম ব্যবহার করলেই এই সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি।
Google Chrome Attack: ডেস্কটপ আপনার কাছে থাকলেও নিয়ন্ত্রণ চলে যেতে পারে অন্যের হাতে। কেবল গুগল ক্রোম ব্যবহার করলেই এই সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি। সম্প্রতি, ডেস্কটপে গুগল ক্রোম ব্যবহারকারীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)।
Cyber Attack: আপনার দুর্বলতাই হ্যাকারদের অস্ত্র
ভারতীয় ব্যবহারকারীদের উদ্দেশ্যে ইতিমধ্যেই সাইবার হানা নিয়ে সতর্ক করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) যেখানে বলা হয়েছে, ডেস্কটপের Google Chrome-এ একাধিক দুর্বলতাকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। ব্যবহারকীরাদের কিছু ভুলের জন্য তাদের কম্পিউটারের নিয়ন্ত্রণ চলে যেতে পারে প্রতারকদের হাতে। সার্ট বলছে, কোড অ্যাক্সেস করে ব্যবহারকারীর কম্পিউটারের সুরক্ষার
বিধিনিষেধ বা নিরাপত্তা বলয়ও ভেঙে দিতে পারে। বিধিনিষেধ বাইপাস টার্গেট করা সিস্টেমে চালানোর অনুমতি দিতে পারে।
Google Chrome Attack: কীভাবে কাজ করছে হ্যাকাররা ?
স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এই সার্টে টিমের তরফে বলা হয়েছে, after free in FedCM, SwiftShader, ANGLE, Blink, Sign-In Flow, Chrome OS Shell-এ বিনামূল্যে ব্যবহারের কারণে এই সাইবার হানার মতো ঘটনা বাড়ছে। এখানেই থেমে থাকছে না হ্যাকাররা। কোনও লাইব্রেরি ফরম্যাট করতে হিপ বাফার ওভারফ্লো ব্যাবহার করায় তৈরি হচ্ছে সমস্যা। এমনকী কুকিস গ্রহণে সায় থেকেও আপনার কম্পিউটার চলে যেতে পারে অন্যের নিয়ন্ত্রণে। কোন কোনও ক্ষেত্রে গুগল ক্রোমে
বিশ্বাসযোগ্যতা নেই এমন অ্যাপ বা সাইটে খুললেও সাইবার হানার শিকার হতে পারেন আপনি।
Cyber Attack: কীভাবে আপনার দুর্বলতা হ্যাকারদের সবল করে ?
এই ক্ষেত্রে প্রথমেই কাদের কম্পিউটারে গুগল ক্রোমে এই ধরনের ফাঁকফোঁকর রয়েছে তা জেনে নেয় হ্যাকাররা। এরপর একটি নির্দিষ্ট সিস্টেমকে টার্গেট করে হ্যাকার ব্রিগেড। এরপরই শুরু হয়ে যায় কাজ। প্রথমে সেই সিস্টেমে বিশেষ অনুরোধ পাঠায় প্রতারকরা। একটি 'আরবিটারি কোড'-এর মাধ্যমে পাঠানো হয় এই অনুরোধ। অজান্তেই সেই কোডের ফাঁদে ফেঁসে যায় ব্যবহারকারী। এরপর কাজ শুরু করে দেয় হ্যাকাররা।
Google Chrome Attack: হ্যাকারের ফাঁদ থেকে বাঁচতে
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সঙ্গে সঙ্গে Patch-এর মতো কম্পিউটার প্রোগ্রাম প্রয়োগ করার পরামর্শ দিচ্ছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT)। মূলত, কম্পিউটারে কোনও ধরনের 'বাগ অ্যাটাক' হলেই চালানো হয় এই 'প্যাচ'। যা কম্পিউটারের ডেটায় কিছু পরিবর্তন করে প্রোগ্রাম সঙ্গে সঙ্গে আপডেট করে দেয়। ভাইরাস হানার ক্ষেত্রেও কাজে লাগে এই কম্পিউটার প্রোগ্রাম।
Cyber Attack: চিন্তা যাচ্ছে না এখনই
তবে শুধু গুগল ক্রোম নয়। Apple iOS, iPadOS ও macOS-এ বাগ সম্পর্কেও সতর্ক করেছে সার্ট। সাইবার হানা প্রতিরোধী টিম জানিয়েছে, বিশেষভাবে তৈরি ফাইল পাঠিয়েও এই ধরনের অপারেটিং সিস্টেমে রদুর্বলতাকে কাজে লাগাতে পারে হ্যাকাররা। সিসকো-র প্রোডাক্টে এই ধরনের হ্যাকার হানার আশঙ্কা বেশি বলে সতর্ক করেছে সার্ট। বলা হয়েছে, সিসকোর মতো অত্যাধুনিক প্রযুক্তির সিস্টেমেও 'আর্বিটারি বাগ' তৈরি করে ঢুকে যাচ্ছে হ্যাকাররা। সেই ক্ষেত্রে ব্যাবহারকারীদের তথ্য সহজেই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে।