India's First Private Rocket: ভারতের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস', কবে উৎক্ষেপণ করা হবে এই রকেট?
Vikram S Rocket: হায়দরাবাদের স্টার্টআপ কোম্পানি Skyroot Aerospace এই রকেট নির্মাণ করেছে।
Private Rocket: ভারতের প্রথম বেসরকারি ভাবে তৈরি রকেট বিক্রম এস (Private Rocket Vikram S) লঞ্চ হতে পারে ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে। হায়দরাবাদের স্টার্টআপ কোম্পানি Skyroot Aerospace এই রকেট নির্মাণ করেছে। আর সম্প্রতিই তারা বিক্রম এস (Vikram S) লঞ্চ অর্থাৎ উৎক্ষেপণের সম্ভাব্য সময়কাল ঘোষণা করেছে। হায়দরাবাদের সংস্থা এই রকেট তৈরির জন্য যে মিশন শুরু করেছিল তার নাম 'প্রারম্ভ'। জানা গিয়েছে, তাদের নির্মাণ করা ভারতের প্রথম প্রাইভেট রকেট ইসরোর শ্রীহরিকোটা লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে। Skyroot Aerospace সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা পবন কুমার চন্দন জানিয়েছেন, ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এই রকেট উৎক্ষেপণ করা হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
এই মিশনের মাধ্যমে Skyroot Aerospace ভারতের প্রথম বেসরকারি Space Company হিসেবে নির্বাচিত হয়েছে যারা মহাকাশে রকেট উৎক্ষেপণ করতে চলেছে। এই সংস্থার মাধ্যমে স্পেস সেক্টরে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে। ২০২০ এই সংস্থা চালু হয়েছিল। Skyroot Aerospace সংস্থার চিফ অপারেটিং অফিসার নাগা ভারত ডাকা একটি বিবৃতিতে জানিয়েছেন, বিক্রম এস রকেট একটি সিঙ্গল স্টেজ সাব অরবিটার লঞ্চ ভেহিকেল। এই রকেট three customer payloads বহন করবে। এর পাশাপাশি বিক্রম সিরিজে যে সমস্ত ভেহিকেলের স্পেস লঞ্চ হয়েছিল, তার বেশিরভাগেরই প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা করবে ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম এস।
খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে বিক্রম এস রকেট। দেশের প্রথম বেসরকারি রকেট এত কম সময়ে তৈরি হওয়ার পিছনে হায়দরাবাদের স্টার্টআপ কোম্পানি ছাড়াও অবদান রয়েছে ইসরো এবং IN-SPACe (Indian National Space Promotion and Authorisation Centre)- এর। এই সমর্থনের ফলেই এত দ্রুত বিক্রম এস রকেট নির্মাণ করা হয়েছে এবং উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে। Indian space programme- এর পুরোধা এবং বিখ্যাত বৈজ্ঞানিক বিক্রম সারাভাইকে শ্রদ্ধার্ঘ জানিয়ে হায়দরাবাদের এই স্টার্টআপ সংস্থা তাদের লঞ্চ ভেহিকেলের নাম 'বিক্রম' রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সংস্থা মহাকাশে commercial satellites লঞ্চ করার জন্য অত্যাধুনিক লঞ্চ ভেহিকেল তৈরি করে। মূলত সাধ্যের মধ্যে অর্থাৎ কম খরচে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নির্মাণ করা এই সংস্থার লক্ষ্য। সকলে যাতে বিভিন্ন স্পেস মিশনে যুক্ত হতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুন- মহাকাশে ভারতের নয়া কীর্তি, ৩৬টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী রকেট