Android Users: অ্যান্ড্রয়েডে তথ্য চুরি! ইউজারদের জন্য বড় সতর্কতা জারি কেন্দ্রের
Android 13 Alert: সতর্কবার্তায় বলা হয়েছে, যে সব ডিভাইসে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে তা বর্তমানে সংবেদনশীল
নয়া দিল্লি: গুগল ক্রোমের (Google Chrome) পরে এবার অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য চরম সতর্কতা জারি করেছে। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এ খবর জানিয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ সহ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (Operating System) বেশ কয়েকটি আপডেটে একাধিক 'রিস্ক' রয়েছে এমনটাই জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, যে সব ডিভাইসে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে তা বর্তমানে সংবেদনশীল। জানান হয়েছে, দুষ্কৃতীরা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সহজেই চুরি করে নিতে পারবে।
CERT-In হল একটি সংস্থা যা ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এর লক্ষ্য হল ভারতীয় সাইবার স্পেস সুরক্ষিত করা এবং হ্যাকিং এবং ফিশিং সহ সাইবার নিরাপত্তা সমস্যাগুলি মোকাবিলা করেন৷ CERT-In-এর সাম্প্রতিক সতর্কতা Android OS এর বিভিন্ন সংস্করণের মধ্যে ঝুঁকিগুলিকে হাইলাইট করে যা অন্যতম জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম।
CERT-In জানিয়েছে, হ্যাকারদের কবল থেকে মোবাইল সুরক্ষিত রাখতে চাইলে সবার আগে সর্বশেষ সুরক্ষা প্যাচ অনুযায়ী আপডেট করে নিতে হবে মোবাইল। এর থেকে ফোন সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই সুরক্ষা প্যাচ নিয়ে এসেছে গুগল। বিস্তারিত জানার জন্য ‘Android Security Bulletin-August 2023’ দেখে নিতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন, রাতের আকাশে আলোক ঝর্ণা, বেনজির উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব
CERT জানিয়েছে, মূলত অ্যান্ড্রয়েড সংস্করণ ১০, ১১, ১২, ১২L এবং ১৩তেই এই সমস্যাগুলি বেশি দেখা যাচ্ছে। ফ্রেমওয়ার্ক, অ্যান্ড্রয়েড রানটাইম, সিস্টেম কম্পোনেন্ট, গুগল প্লে সিস্টেম আপডেট, কার্নেল, আর্ম কম্পোনেন্ট, মিডিয়াটিই কম্পোনেন্ট এবং কোয়ালকমের ত্রুটির কারণেই এই সমস্যা হচ্ছে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সফটওয়্যার সংস্করণ আপডেট করার পদ্ধতি সাধারণত সব ফোনেই এক হয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের ইউজার ইন্টারফেস বিভিন্নতায় সামান্য আলাদা হতে পারে। সফটওয়্যার আপডেট করার ক্ষেত্রে প্রথমে সেটিং অ্যাপ অপশন ওপেন করতে হবে। সেখানে সফটওয়্যার আপডেট বাটনে ক্লিক করলেই আপডেট হওয়া শুরু হবে।