WiFi Router: সবথেকে দ্রুতগতির ওয়াইফাই এবার তৈরি হবে ভারতেই, কেন্দ্রীয় মন্ত্রী কী জানালেন ?
Fastest WiFi Router: ভারতেই তৈরি হবে সবথেকে দ্রুতগতির রাউটার। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেঙ্গালুরুতে এই রাউটার উদ্বোধন করবেন আজ।
Tech News: কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি জানিয়েছেন যে খুব শীঘ্রই ভারতের সবথেকে দ্রুতগতির ওয়াইফাই রাউটার লঞ্চ হবে দেশে। শনিবার বেঙ্গালুরুতে এই দ্রুতগতির ওয়াইফাই চালু করবেন অশ্বিনী বৈষ্ণব। এই ওয়াইফাই রাউটার (Fastest WiFi Router) সম্পূর্ণরূপে ভারতেই তৈরি হবে। এই বিশেষ পদ্ধতির রাউটারের প্রযুক্তিগত নাম মাল্টিপ্রোটোকল লেবেল সুইচিং সংক্ষেপে এমপিএলএস। এই এমপিএলএস টেলিকমিউনিকেশনের এমন একটি নেটওয়ার্ক যা মূলত একটি নোড থেকে অন্য নোডে নিয়ে যায় ডেটা, মূলত এটি লেবেলের উপর নির্ভর করে কোনও নেটওয়ার্ক অ্যাড্রেসের উপর নয়।
জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এই বিশেষ রাউটারটি লঞ্চ করবেন বেঙ্গালুরুর নিবেত্তি সিস্টেমস ক্যাম্পাসে। মূলত এটি মেড ইন ইন্ডিয়া রাউটার (Made in India Router) হিসেবেই পরিচিত হবে এখন। এছাড়াও তিনি কাডুগোডিতে সদরামঙ্গলা শিল্পাঞ্চলের অ্যাপ্লায়েড মেটিরিয়ালস ক্যাম্পাসে নিয়োগ করেন অ্যাপ্লায়েড মেটেরিয়ালস ভ্যালিডেশন সেন্টারকে।
সরকারের যে পিএলআই স্কিম (PLI Scheme) রয়েছে অর্থাৎ যে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম আছে, তাঁর আইটি হার্ডওয়্যারের জন্য মূলত কিছু টেলিকম প্রোডাক্ট, নেটওয়ার্কিং সুইচ ও রাউটারের জন্য এই স্কিম প্রযোজ্য। প্রথমে মোবাইল ফোন নির্মাণের জন্য এই পিএলআই স্কিমের সাফল্যের উপর নির্ভর করে ২০২৩ সালের ১৭ মে তারিখে নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে এই স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে আইটি হার্ডওয়ারকেও।
এই স্কিমের মধ্যেই পড়ছে ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পিসি, আল্ট্রা স্মল ডিভাইস ইত্যাদি। এর মধ্যেই জানা গিয়েছে আইটি হার্ডওয়ার নির্মাতা সংস্থাগুলির বেশ কিছু আবেদন মঞ্জুর হয়ে গিয়েছে। এর মাধ্যমে ৩.৫ লক্ষ কোটির আইটি হার্ডওয়্যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যা বহু কর্মসংস্থানের সুযোগ এনে দেবে বলেই মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর
দেশে শুরু হতে চলেছে 'মেকিং এআই ইন্ডিয়া'। কেন্দ্রীয় মন্ত্রিসভার উদ্যোগে চালু হতে চলেছে এই প্রকল্প। আর এই প্রকল্পের জন্যেই আগামী ৫ বছরের জন্য মোট ১০,৩৭৩ কোটি টাকা বরাদ্দ করেছে দেশের সরকার। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ইন্ডিয়া এআই ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ডিভিশনের অধীনে এই প্রকল্পটি চালু হবে পুরো দেশ জুড়ে। শুধু তাই নয়, তিরুবনন্তপুরমের একটি স্কুলের এটিএল প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীরা সকলে মিলে একটি আস্ত রোবট বানিয়ে ফেলেছেন। সেই রোবট আবার শিক্ষিকা, নাম আইরিস।
আরও পড়ুন: AI India: AI প্রযুক্তিকে আরও মদত দেবে দেশের সরকার, ১০ হাজার কোটির বিনিয়োগ হবে এই খাতে