Infinix Devices: ভারতে গেমিং ফোন ও ল্যাপটপ লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স, 'জিটি' সিরিজের দুই ডিভাইসে কী কী ফিচার থাকবে?
Infinix GT 20 Pro And Infinix GT Book: ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন এবং ইনফিনিক্স জিটি বুক- দুই ডিভাইসের কাস্টোমাইজেবল আরজিবি লাইটিং থাকার কথা রয়েছে।
Infinix Devices: ইনফিনিক্স সংস্থা ভারতে নতুন ফোন 'জিটি ২০ প্রো' লঞ্চ (Infinix GT 20 Pro) করবে সেকথা আগেই ঘোষণা করেছিল। এই ফোনের সঙ্গে দেশে ইনফিনিক্স জিটি বুক ল্যাপটপ (Infinix GT Book) লঞ্চ হবেও জানা গিয়েছে। এবার এই দুই ডিভাইস লঞ্চের নির্দিষ্ট ঘোষণা করল ইনফিনিক্স সংস্থা। আগামী ২১ মে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিটি ২০ প্রো এবং ইনফিনিক্স জিটি বুক লঞ্চ হবে। ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে একটি গেমিং স্মার্টফোন। এই মডেলে থাকবে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ আল্টিমেন্ট প্রসেসর। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন এবং ইনফিনিক্স জিটি বুক- দুই ডিভাইসের কাস্টোমাইজেবল আরজিবি লাইটিং থাকার কথা রয়েছে। ফোনের মতোই ইনফিনিক্সের আসন্ন ল্যাপটপও একটি গেমিং ল্যাপটপ।
ইনফিনিক্স জিটি বুক গেমিং ল্যাপটপ
এই ল্যাপটপে ১৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 13th Gen Intel Core i9-13900H পর্যন্ত প্রসেসরের সাপোর্ট রয়েছে এই গেমিং ল্যাপটপে। এর সঙ্গে রয়েছে Nvidia GeForce RTX 4060 GPU সাপোর্ট। ইনফিইঙ্কসের নতুন গেমিং ল্যাপটপে থাকতে চলেছে একটি ICE Storm 3.0 ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম। এর পাশাপাশি থাকতে পারে একটি 70Wh ব্যাটারি এবং ১৯০ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার।
ইনফিনিক্স জিটি ২০ প্রো গেমিং ফোন
এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। ইনফিনিক্সের ভারতে আসন্ন এই ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকবে। আর থাকবে গেম খেলার জন্য Pixelworks X5 Turbo গেমিং চিপ। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের Samsung HM6 প্রাইমারি রেয়ার সেনসর থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকার কথা রয়েছে। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৫০০০ এমএইএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।