Infinix Smartphones: ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ফোন, ক্যামেরা ফিচার কেমন হতে পারে? রইল অন্যান্য সম্ভাব্য ফিচার
Infinix Hot 40i: গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন। এর মধ্যে Palm Blue রঙে যে এই ফোন লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা গিয়েছে।
Infinix Smartphones: ইনফিনিক্স হট ৪০আই (Infinix Hot 40i) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি অবশ্য। ইনফিনিক্স (Infinix Smartphones) সংস্থার তরফেও আনুষ্ঠানিক ভাবে এই ফোন লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে যে, ইনফিনিক্স হট ৪০আই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে সম্পর্কে এর আগেও বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। এবার নতুন করে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। সেগুলি কী কী, চলুন দেখে নেওয়া যাক।
ইনফিনিক্স হট ৪০আই ফোনের সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন এবং ফিচার
টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে দাবি করেছেন ইনফিনিক্স হট ৪০আই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। তিনি আরও জানিয়েছেন যে এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। তার উপরে হোল পাঞ্চ কাট আউট থাকবে এবং সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ইনফিনিক্সের এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথাও বলেছেন ওই টিপস্টার। এর সঙ্গে একটি কোয়াড এলইডি রিং ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। আর রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে।
ভারতে কোন রঙে লঞ্চ হতে পারে ইনফিনিক্সের নতুন ফোন
এই প্রসঙ্গে আগেই বলে নেওয়া যাক যে গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে সৌদি আরবে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স হট ৪০আই ফোন। এরপর বিশ্বের বেশ কয়েকটি দেশে উপলব্ধ হয়েছিল এই ফোন। এবার আসতে চলেছে ভারতে। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন। এর মধ্যে Palm Blue রঙে যে এই ফোন লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা গিয়েছে। ইনফিনিক্স হট ৪০আই ফোনের ব্যাক প্যানেলে একটি উজ্জ্বল ডিজাইন থাকবে বলেও শোনা গিয়েছে। অনুমান করা হচ্ছে, প্রাকৃতিক আলোর মধ্যে এই ফোনের রেয়ার প্যানেলের হয়তো রঙ পরিবর্তন হবে। সেই রকমই একটি ফিচারকে এখানে সম্ভবত উজ্জ্বল ডিজাইনের সঙ্গে তুলনা করা হচ্ছে।
ইনফিনিক্স হট ৩০আই ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এযাবৎ সবচেয়ে সস্তা হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেই লঞ্চ হতে পারে এই ফোন এবং তা কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
- ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতের মডেলেও থাকতে পারে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৫০০০ এমএএইচ বায়টারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। আর এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ইউজার ইন্টারফেজের সাহায্যে।
আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে ভারতে এখন কোন কোন ৫জি ফোন কিনতে পারবেন?