Infinix Phones: ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ইনফিনিক্সের নতুন ৫জি ফোনের দাম কত?
Infinix Smart Note 40 5G: ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে চারটি ফ্ল্যাশ ইউনিট।
![Infinix Phones: ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ইনফিনিক্সের নতুন ৫জি ফোনের দাম কত? Infinix Note 40 5G Phone Launched in India know the Price and Features Infinix Phones: ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ইনফিনিক্সের নতুন ৫জি ফোনের দাম কত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/23/8c4d7a6493064747d34549ad4d10d8ea1719131568766485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Infinix Phones: ইনফিনিক্স সংস্থার নতুন ফোন (Infinix Smartphones) লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন (Infinix Smart Note 40 5G) লঞ্চ হয়েছে দেশে। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ও ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনে রয়েছে এআই ফিচার যুক্ত Halo লাইটিং ফিচার। এই ফিচার কাস্টোমাইজ করতে পারবেন গ্রাহকরা। এর মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশনের জানান দেবে এই Halo লাইটিং। অন্যান্য সেটিংসের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই বিশেষ ফিচার। Obsidian Black এবং Titan Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন।
ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনের দাম ভারতে কত এবং কোথা থেকে কেনা যাবে ও কী কী অফার রয়েছে, দেখে নিন
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোন কেনা যাবে ১৭,৯৯৯ টাকায়। এছাড়াও ২০০০ টাকা এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোন কিনলে সেক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম আরও কমে হবে ১৫,৯৯৯ টাকা। এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্লেক্সিবল AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14- এর সাহায্যে।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। র্যামের পরিমাণ ৮ জিবি থেকে বাড়িয়ে ১৬ জিবি করা যাবে।
- ইনফিনিক্স নোট ৪০ ৫জি ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে চারটি ফ্ল্যাশ ইউনিট। মেন রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে আরও দুটো ক্যামেরা ইউনিট। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং দুটো ফ্ল্যাশ ইউনিট।
- ইনফিনিক্সের এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ২০ হাজারের কমেই পেয়ে যাবেন ওপ্পোর এই ফোন, রয়েছে শক্তিশালী ব্যাটারি, নজরকাড়া ক্যামেরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)