Infinix Smartphones: ভারতেও আসছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি সিরিজ, থাকতে পারে এআই যুক্ত বিশেষ ফিচার
Infinix Note 40 5G Series: ভারতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই স্মার্টফোন সিরিজে কোন কোন মডেল লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কিছু জানায়নি ইনফিনিক্স সংস্থা।
Infinix Smartphones: ইনফিনিক্স নোট ৪০ ৫জি সিরিজ (Infinix Note 40 5G Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ১৮ মার্চ। তবে এই স্মার্টফোন সিরিজে কোন কোন ফোন লঞ্চ হতে চলেছে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি ইনফিনিক্স (Infinix) সংস্থা। আগে শোনা গিয়েছিল যে এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হতে পারে ইনফিনিক্স নোট ৪০ (বেস মডেল), ইনফিনিক্স নোট ৪০ প্রো ৪জি, ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোন। সম্প্রতি ইনফিনিক্স সংস্থা নিশ্চিত ভাবে জানিয়েছে যে তাদের নোট ৪০ ৫জি সিরিজ ভারতেও লঞ্চ হবে। যদিও ইনফিনিক্স নোট ৪০ ৫জি সিরিজ ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই, এমনটাই শোনা যাচ্ছে।
ইউটিউবে একটি অফিশিয়াল টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে ইনফিনিক্স নোট ৪০ ৫জি সিরিজের ফোনে আয়তাকার ক্যামেরা ইউনিট থাকবে। এছাড়াও থাকতে চলেছে AI Active Halo Lighting ফিচার। বলা হচ্ছে, ভারতে এই প্রথম কোনও স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে যেখাএ এই AI Active Halo Lighting ফিচার থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এই ফিচার ভয়েস কম্যান্ড এবং লাইটিং এফেক্টের সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়গুলিকে একত্রিত করে। ইনকামিং কল, নোটিফিকেশন, গেমিং, মিউজিক প্লেব্যাক এবং Hi Folax ভয়েস অ্যাসিসট্যান্টের মাধ্যমে যোগাযোগের সময় এআই যুক্ত এই অ্যাক্টিভ হ্যালো লাইটিং ফিচার কাজে লাগবে। AI Active Halo Lighting ফিচারের তিনটি কাস্টোমাইজেবল লাইটিং এফেক্ট রয়েছে। সেগুলি হল- লাভলি, রিদমিক এবং এআই। ইউজাররা নিজেদের পছন্দ এবং মুড অনুসারে এগুলি বেছে নিতে পারবেন। বিশেষ কিছু নোটিফিকেশনের জন্য লাইভলি অ্যানিমেশন, মিউজিক প্লেব্যাকের ক্ষেত্রে রিদমিক ডিসপ্লে, ইনকামিং কলের জন্য বিভিন্ন প্যাটার্ন বেছে নেওয়া যাবে।
ইনফিনিক্স নোট ৪০ ৫জি সিরিজের ভারতে লঞ্চ হতে চলা ফোন সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। তবে গ্লোবাল মার্কেটে এই স্মার্টফোন সিরিজের যে মডেলগুলি লঞ্চ হতে চলেছে সেখানে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো টি৩ ৫জি, কবে লঞ্চ? কোথা থেকে কেনা যাবে? রইল সম্ভাব্য ফিচার