Infinix Phone: ১৫ হাজারের কমেই কেনা যাবে এই ৫জি ফোন, ব্যাক প্যানেলে রয়েছে বিশেষ সুগন্ধ
Infinix 5G Phone: ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন লঞ্চ হয়েছে ভারতে। ২৪ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।

Infinix Phone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স কোম্পানির নতুন ফোন। দেশে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন (Infinix Note 50s 5G Plus)। মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর পাওয়া যাবে। ইনফিনিক্সের এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। বলা হচ্ছে, এটি দেশেও 'স্লিমেস্ট' ফোন যেখানে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে রয়েছে। ভেগান লেদার ফিনিশ পাওয়া যাবে এই ফোনের ব্যাক প্যানেলে। আর এই ডিজাইনের মধ্যে থাকবে বিশেষ সুগন্ধ।
ভারতে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল যার দাম ১৭,৯৯৯ টাকা। ২৪ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। প্রথম দিনের বিক্রির সময় ক্রেতারা ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন কেনার ক্ষেত্রে ছাড় পাবেন, দাম কমে হবে ১৪,৯৯৯ টাকা। মেরিন ড্রিফট ব্লু, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন।
ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপর রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৫ বেসড XOS 15- এর সাপোর্টে পরিচালিত হবে ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন।
- এই ফোনের স্ক্রিনের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে একাধিক এআই যুক্ত ক্যামেরা ফিচার রয়েছে। 4K ভিডিও রেকর্ডিং করা যাবে ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরের সাহায্যে।
- ইনফিনিক্সের এই ফোনে পুরো চার্জ হতে অর্থাৎ শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৬০ মিনিট। এই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। এই ফোন যথেষ্টই শক্তপোক্ত। সহজে ভাঙবে না। আর এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
