Smartphones Under Rs 10000: ১০ হাজার টাকার কমে কেনা যাবে ৫জি ফোন, কোন মডেল পাবেন? কী কী ফিচার রয়েছে?
Itel A95 5G: আইটেল এ৯৫ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৫৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা।

Smartphones Under Rs 10000: আইটেল এ৯৫ ৫জি ফোন (Itel A95 5G) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। আইটেল সংস্থার এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। তার সঙ্গে ৬ জিবি র্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। আইটেল এ৯৫ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত ফিচার। ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারও রয়েছে আইটেল সংস্থার এই ফোনে। ভারতে মোট তিনটি রঙে আইটেল এ৯৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না আইটেল এ৯৫ ৫জি ফোন।
ভারতে আইটেল এ৯৫ ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে এই ফোন
আইটেল এ৯৫ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৫৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৯৯৯৯ টাকা। কালো, সোনালি এবং মিন্ট ব্লু - এই তিন রঙে আইটেল এ৯৫ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ১০০ দিনের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট অপশন পাবেন ক্রেতারা। তবে কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ফোন যে ১০ হাজার টাকার কমে কেনা যাবে সেটা জানা গিয়েছে।
আইটেল এ৯৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর সুরক্ষার জন্য রয়েছে পান্ডা গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে।
- এআই যুক্ত ভয়েস অ্যাসিসট্যান্ট ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ডায়নামিক বার ফিচারের সাপোর্ট। এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু।
- আইটেল এ৯৫ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যমেরা সেনসর। 2K ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনের রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে।
- এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচারের সাপোর্ট।






















