Instagram Features: ইনস্টাগ্রাম স্টোরিতে এবার যুক্ত হচ্ছে নতুন কমেন্ট ফিচার, কী কী সুবিধা পাবেন আপনি?
Instagram Story: ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হবে।
Instagram Features: ইনস্টাগ্রামে একটি নতুন ফিচারের (Instagram Features) রোল আউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে ইউজাররা কমেন্ট যোগ করতে পারবেন। এই নতুন কমেন্ট ফিচারের ঘোষণা করেছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ। এই নতুন ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হয়ে গেলে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট (Instagram Story Comment) করতে পারবেন তাঁরা, যেসব ইনস্টাগ্রাম স্টোরি পাবলিক অপশনে শেয়ার করা থাকবে সেখানেই এই কমেন্ট করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য ইনস্টাগ্রাম স্টোরি নির্দিষ্ট সময়ের জন্য বজায় থাকে।
এখন আমরা ইনস্টাগ্রাম স্টোরিতে শুরু রিঅ্যাকশন দিতে পারে ইমোজির সাহায্যে। তবে নতুন ফিচার চালু হলে কারও ইনস্টা স্টোরি পছন্দ হলে আপনি সেখানে কমেন্ট করারও সুযোগ পাবেন। কিছুদিন আগে ইনস্টাগ্রামে নতুন ফন্ট এবং টেক্সট অ্যানিমেশন চালু হয়েছে। এর পাশাপাশি ভারতে ইনস্টাগ্রাম ক্রিয়েটর ল্যাব লঞ্চ হয়েছে যেখানে ইংরেজি এবং হিন্দি ভাষার সাপোর্ট পাবেন ইউজাররা। জানা গিয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার ফিচার চালু হবে অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই।
ইনস্টাগ্রাম স্টোরি ২৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। তার ফলে এই স্টোরিতে করা কমেন্টও ২৪ ঘণ্টার জন্যই স্থায়ী হবে। ইনস্টা স্টোরি আর্কাইভ করার সুবিধা রয়েছে। কিন্তু কমেন্ট-সহ আর্কাইভ করা যাবে কিনা তা জানা যায়নি। ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করার ফিচার শুরু থেকেই চালু রয়েছে। এবার ইনস্টা স্টোরিতেও তাই হাজির হচ্ছে কমেন্ট ফিচার। বর্তমানে একজনের ইনস্টা স্টোরিতে যদি কেউ রিপ্লাই দেন তাহলে তা ওই স্টোরি আপলোডারের কাছে ব্যক্তিগত ভাবে পৌঁছয়। তবে কমেন্ট ফিচার চালু হয়ে গেলে একটি ইনস্টা স্টোরিতে করা কমেন্ট জনসাধারণ দেখতে পাবেন। তবে ইউজার যদি ভিজিবিলিটি সেটিংস অন্য কোনও ভাবে সেট করে রাখেন তাহলে গোটা বিষয়টাই হবে সেই নিরিখে।
ইনস্টাগ্রাম ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতে। ইউজারদের সুবিধার জন্য একাধিক ফিচার ইনস্টাগ্রামে লঞ্চ করছে অ্যাপ কর্তৃপক্ষ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে সংস্থা। একটি সিঙ্গল পোস্টে ২০টি পর্যন্ত ছবি শেয়ার করতে পারবেন ইউজাররা। আগে একটি পোস্টে একসঙ্গে ১০টি ছবি শেয়ার করতে পারতেন ইউজাররা। এখন তা বাড়িয়ে ২০ করা হয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে অনেক তারকা ইউজারই এই ফিচার ব্যবহার করেছেন। তার সাম্প্রতিকতম নিদর্শন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী নিজের প্রেগনেন্সি ফটশ্যুটের ছবি শেয়ার করেছেন। বেবিবাম্প সমেত দীপিকা রয়েছেন সাদাকালো অর্থাৎ মোনোক্রোম ছবিতে। আর অভিনেত্রীর সঙ্গে কিছু ছবিতে রয়েছেন রণবীর সিংও।
আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোন, কেমন হতে পারে দাম?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।