iPhone 13 Update: নতুন ফোনে বাড়ছে ব্যাটারির পাওয়ার, সেপ্টেম্বরেই আসছে iPhone 13!
এই প্রথম iPhone 13-এর ক্যামেরা অ্যাসেম্বল করার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করেছে অ্যাপল। ফোন তৈরির খরচ কমাতেই এই কাজ করতে চলেছে 'আমেরিকান টেক জায়ান্ট'।
![iPhone 13 Update: নতুন ফোনে বাড়ছে ব্যাটারির পাওয়ার, সেপ্টেম্বরেই আসছে iPhone 13! iPhone 13 Models Said to Come With Improved Batteries; Component Shortage, know in details iPhone 13 Update: নতুন ফোনে বাড়ছে ব্যাটারির পাওয়ার, সেপ্টেম্বরেই আসছে iPhone 13!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/29/6fb240b45fd70aa03ea31c882a4affb8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ক্রেতাদের চাহিদা মেনে নতুন ফোনে ব্যাটারির পাওয়ার বাড়াতে চলেছে অ্যাপল। সঙ্গে পুরোনো ফোনগুলিতে উন্নত প্রযুক্তির ৫জি সাপোর্ট দেবে কোম্পানি। সম্প্রতি টেক সাইটগুলির দৌলতে এমনই খবর পাওয়া গিয়েছে।
শোনা যাচ্ছে, এই প্রথম iPhone 13-এর ক্যামেরা অ্যাসেম্বল করার জন্য নতুন পদ্ধতি অবলম্বন করেছে অ্যাপল। ফোন তৈরির খরচ কমাতেই এই কাজ করতে চলেছে 'আমেরিকান টেক জায়ান্ট'।তবে ফোন জোড়ার ক্ষেত্রে এবার পার্টসের জোগান নিয়ে চিন্তায় রয়েছে অ্যাপল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পার্টসের জোগানকারী কোম্পানি ফক্সকন। টেক ব্লগারদের মতে, সেপ্টেম্বরেই আত্মপ্রকাশ ঘটতেচলেছে iPhone 13-এর।
প্রথম থেকেই অ্যাপলের ব্যাটারি বাড়ানোর বিষয়ে নানা খবর রটেছে টেক বাজারে। অনেকের দাবি, সার্কিট বোর্ডে এবার বড় ব্যাটারির জন্য বেশি ফাঁকা জায়গা রেখেছে অ্যাপল। অন্তত তেমনই জানাচ্ছে মার্কেট রিসার্চ ফার্ম ট্রেন্ড ফোর্স। ফোনের ব্যাটারি যাতে কম চার্জ খায় তার জন্য ৫ ন্যানোমিটারের চিপসেট দিতে চলেছে অ্যাপল। যা দ্রুত প্রসেসরের পাশাপাশি দীর্ঘক্ষণ কম চার্জে ফোন চালানোর ক্ষমতা রাখবে।
নতুন অ্যাপলের ফোনে কতগুলো ক্যামেরা ?
লঞ্চের আগেই অ্যাপলের ফোন নিয়ে কৌতূহলের শেষ নেই। টেক ব্লগারদের মতে, এবার বাজারে একেবারে অন্য ধরনের ক্যামেরা আনতে চলেছে কোম্পানি। যা বদলে দেবে মোবাইলের ক্যামেরার টেকনোলজি।শোনা যাচ্ছে,iPhone 13-এও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। তবে আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকী ভিডিয়ো তোলার ক্ষেত্রে প্রো-রেজোলিউশনের ফিচার এনেছে কোম্পানি। যা প্রতিযোগিতার মুখে ঠেলে দেবে অন্য মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলিকে।
'প্রো-রেজ' ভিডিয়ো ফিচার
নতুন ফোনে 'পোট্রেট ভিডিয়ো মোড' ফিচার দিয়েছে কোম্পানি। যেখানে ডিএসএলআর-এর থেকেও ভালো ভিডিয়ো তোলা যাবে। এই নতুন ভিডিয়ো ফিচারকে 'প্রো-রেজ' বা প্রো রেজোলিউশন ফিচার বলা হচ্ছে। এখানেই শেষ নয়, ছবি তোলার পর একাধিক কালার ফিল্টারের সুবিধা দেওয়া হতে পারে আইফোনের আাগামী মডেলে। টেক সাইটগুলোর মতে, iPhone 12s-এ ইতিমধ্যেই ফিল্টার দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে এই ফোন।
নতুন ফোনের ডিসপ্লে সাইজ ?
টেক ব্লগারদের মতে, iPhone 13-এরও তিনটে ভ্যারিয়েন্ট আনতে চলেছে অ্যাপল। যেখানে আগের মতোই ডিসপ্লে সাইজ দেওয়া হবে। ৫.৪ ইঞ্চি ছাড়াও ৬.১ ও ৬.৭ ইঞ্চির ডিসপ্লে দেবে কোম্পানি। নতুন মডেলে A15 প্রসেসর দিতে চলেছে কোম্পানি। তবে এবার নচের স্পেস কমাতে চলেছে আইফোন। আগের মতো অনেকটা জায়গা জুড়ে থাকবে না ক্যামেরা নচ। ফলে ভিডিয়ো দেখতে অনেক সুবিধা হবে ইউজারদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)