iPhone 14: ৩৫ হাজার টাকার কমে কিনতে পারবেন আইফোন ১৪ ! কোথায় পাবেন এই বিপুল পরিমাণ অফার ?
iPhone 14 Offers: অ্যাপেলের অফিশিয়াল সাইট এবং বিভিন্ন ই-কমার্স সাইটে আইফোন ১৪- র দাম যত টাকা ধার্য হয়েছে তার থেকে বেশ কিছুটা কম দামে কেনা আইফোন ১৪।
iPhone 14: ভারতে আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। আইফোন ১৪ (iPhone 14), আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)- এই চারটি ফোন লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজে। লঞ্চের পর থেকেই বারবার আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের দাম কমেছে ভারতে। তবে এবার আইফোন ১৪ এত কম দামে পাওয়া যাচ্ছে যা কার্যত অবিশ্বাস্য। অ্যাপেলের অফিশিয়াল সাইট এবং বিভিন্ন ই-কমার্স সাইটে আইফোন ১৪- র দাম যত টাকা ধার্য হয়েছে তার থেকে বেশ কিছুটা কম দামে কেনা আইফোন ১৪। অ্যাপেল রিসেলার ইম্যাজিনে চলছে মনসুন ফেস্ট। সেখানেই এতটা কম দামে কেনা যবে আইফোন ১৪।
অ্যাপেল রিসেলার ইম্যাজিনে আইফোন ১৪ মডেলের দাম কতটা কমেছে, মনসুন ফেস্ট সেলে কী কী অফার রয়েছে দেখে নিন
ভারতে আইফোন ১৪- র বেস মডেল লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। বর্তমানে অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা। অ্যাপেল রিসেলার ইম্যাজিনের মনসুন ফেস্ট সেল থেকে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৩৪,৯০০ টাকা। তবে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। বেশ কিছু অফার অন্যান্য রয়েছে যার সঙ্গে যুক্ত রয়েছে শর্তাবলী।
ইম্যাজিন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট- ৬০০০ টাকা। ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক ৩০০০ টাকা। পুরোনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধাও রয়েছে। সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফারে ২০,০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। এর সঙ্গে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস অফার হিসেবে ৬০০০ টাকা পাওয়া যেতে পারে। এই সমস্ত ছাড় মিলিয়ে আইফোন ১৪- র ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম কমে হচ্ছে ৩৪,৯০০ টাকা যা অ্যাপেলের ই-স্টোরের থেকে অনেক কম।
আইফোন ১৪ মডেলে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
এই ফোনে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED স্ক্রিন রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। আইফোন ১৪- তে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি শুটার। একবার চার্জ দিলে প্রায় ২৬ ঘণ্টা পর্যন্ত চালু থাকে আইফোন ১৪, এমনই দাবি অ্যাপেল সংস্থার।
আরও পড়ুন- ওয়ানপ্লাস নর্ড ৪ ফোন কেমন দেখতে হবে, কী কী ফিচার থাকতে পারে? কবে লঞ্চ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।