iPhone 14 Plus: ৩০ হাজার টাকার কমে কেনা যাবে আইফোন ! কোথায় পাবেন এমন অফার ?
iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল ২০২২ সালে। এই সিরিজে রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল।
iPhone 14 Plus: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হতে চলেছে সম্ভবত এবছর সেপ্টেম্বর মাসে। তার আগে পুরনো আইফোন সিরিজের একাধিক মডেলের দাম কমছে। সেই তালিকায় এবার নাম জুড়ল আইফোন ১৪ প্লাস মডেলের (iPhone 14 Plus)। ই-কমার্স সংস্থায় ফ্লিপকার্টে (Flipkart) রয়েছে আকর্ষণীয় অফার যার মাধ্যমে ৫৫ হাজার টাকার কমে আইফোন ১৪ প্লাস প্রিমিয়াম মডেল কেনার সুযোগ পেতে পারেন আপনি। এই প্রথমবার প্রায় ৬০ হাজার টাকা দাম কমেছে আইফোন ১৪ প্লাস মডেলের। এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি এতটা কম দামে আইফোন ১৪ সিরিজের এই ফোন কিনতে পারবেন।
ফ্লিপকার্টে আইফোন ১৪ প্লাস মডেলের আকর্ষণীয় ডিল
ফ্লিপকার্টে বর্তমানে আইফোন ১৪ প্লাস মডেলের দাম ৫৭,৯৯৯ টাকা। যদি ক্রেতার কাছে এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড থাকে তাহলে আপনি ৪০০০ টাকা ছাড় পাবেন ব্যাঙ্ক অফার হিসেবে। এর ফলে ফোনের দাম কমে হবে ৫৩,৯৯৯ টাকা। এরপর যদি আপনার কাছে পুরনো আইফোন থাকে যেমন আইফোন ১২ কিংবা আইফোন ১৩- সেটার পরিবর্তে অর্থাৎ এক্সচেঞ্জ করে যদি আপনি আইফোন ১৪ প্লাস মডেল কিনতে চান তাহলে এক্সচেঞ্জ অফার হিসেবে আপনি পাবেন ২৬ হাজার টাকা। তবে আপনার আইফোন ১২ কিংবা আইফোন ১৩- র কন্ডিশন কেমন অর্থাৎ ফোনটি কেমন অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে ছাড়ের পরিমাণ। কিন্তু সর্বোচ্চ ২৬,০০০ টাকা এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। এই সমস্ত অফার যুক্ত হলে আপনি আইফোন ১৪ প্লাস হাতে পেয়ে যাবেন ৩০ হাজার টাকারও কমে।
আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল ২০২২ সালে। এই সিরিজে রয়েছে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- এই চারটি মডেল। আইফোন ১৪ প্লাস ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। সূর্যের আলোতেও এই স্ক্রিনে ভালভাবে দেখা যাবে। এর পাশাপাশি রয়েছে সেরামিক গ্লাস শিল্ড যা ডিসপ্লেকে শক্তিশালী করবে যাতে সহজে না ভাঙে, কিংবা স্ক্র্যাচ না পড়ে যায়। এ১৫ বায়োনিক চিপ রয়েছে এই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে ১২ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা সেনসর রয়েছে। আর ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে আইফোন ১৪ প্লাস ফোন লঞ্চ হয়েছিল।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি ১৩ প্রো ৫জি সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।