iPhone 14 Plus: ভারতে আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে, দাম কত?
iPhone: আইফোন ১৪ প্লাস কেনা যাচ্ছে অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে।
iPhone 14 Plus: ভারতে আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেল আইফোন ১৪ প্লাসের (iPhone 14 Plus) বিক্রি শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) অন্যান্য মডেলের বিক্রি সেপ্টেম্বরেই শুরু হয়েছিল ভারতে। তবে আইফোন ১৪ প্লাস- ই ছিল এই আইফোন সিরিজের একটিমাত্র ফোন যার বিক্রি সেপ্টেম্বরে শুরু হয়নি। আইফোন ১৪ মডেলের মতোই ফিচার রয়েছে আইফোন ১৪ প্লাস ফোনেও। তবে ডিসপ্লে সাইজ এবং ব্যাটারি লাইফে রয়েছে কিছু পরিবর্তন। আইফোন ১৪ সিরিজের বেস মডেলে যে চিপসেট রয়েছে এখানেও সেই এ১৫ বায়োনিক চিপসেট দেখা গিয়েছে। এমনকি ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা সেনসরও একই ধরনের।
ভারতে আইফোন ১৪ প্লাস ফোনের দাম এবং উপলব্ধতা
আইফোন ১৪ প্লাস কেনা যাচ্ছে অ্যাপেল ইন্ডিয়া অনলাইন স্টোর, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে আইফোন ১৪ প্লাস ফোন। এই তিনটি স্টোরেজ মডেলের দাম যথাক্রমে ৮৯,৯০০ টাকা, ৯৯,৯০০ টাকা এবং ১,১৯,৯০০ টাকা। Blue, Midnight, Purple, Starlight এবং (PRODUCT) RED- এই সমস্ত রঙে লঞ্চ হয়েছে আইফোন ১৪ প্লাস ফোন।
আইফোন ১৪ প্লাস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার
- আইফোন ১৪ প্লাস ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির Super Retina XDR ডিসপ্লে। এই ফোনে রয়েছে একটি অ্যালুমিনিয়াম ডিজাইন। ফোনের সামনের অংশে রয়েছে সেরামিক শিল্ড এবং একটি গ্লাস ব্যাক প্যানেল। এই ফোন একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফিচার।
- আইফোন ১৪ প্লাস ফোনে রয়েছে এ১৫ বায়োনিক চিপ। রেগুলার আইফোন ১৪- তেও এই চিপসেট রয়েছে। এই ফোনের ক্যামেরা কনফিগারেশনের সঙ্গেও মিল রয়েছে আইফোন ১৪ মডেলের। দু’ক্ষেত্রেই ১২ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১২ মেগাপিক্সেল ফ্রন্ট TrueDepth ক্যামেরা সেনসর রয়েছে। এইসব ক্যামেরার সাহায্যে - এ 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
- আইওএস ১৬ সাপোর্ট রয়েছে এই ফোন। এছাড়াও বায়োমট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফেস আইডি ফিচারের সাপোর্ট। অ্যাপেল সংস্থার দাবি তাদের আইফোন ১৪ প্লাস মডেলে ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেটাইম ফিচার পাওয়া যাবে। এই ফোনে ২০ ওয়াট বা তার বেশি ওয়্যারড চার্জিং এবং ১৫ ওয়াট পর্যন্ত MagSafe ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।
আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত