iPhone Massive Discount: ৪০ হাজারের কমে আইফোন ! এমন অবিশ্বাস্য ছাড় পাবেন কোথায় ? কোন মডেলের দাম কমছে এতটা
iPhone Price Drop: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত আইফোন ১৪ কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়।

iPhone Massive Discount: আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়। ৪০ হাজারের কমেই মিলবে অ্যাপেলের এই মডেল। ২৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল। আর্লি অ্যাকসেস পাবেন প্লাস মেম্বাররা, ২২ সেপ্টেম্বর থেকে। ফ্লিপকার্টের এই সেলেই অবিশ্বাস্য কম দামে কেনা যাবে আইফোন ১৪। শুধু আইফোন ১৪ নয়, আইফোন ১৬ সিরিজের ফোনগুলিও কেনা যাবে বেশ অনেকটাই কম দামে। অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্টও পাবেন।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল, আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়
ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত আইফোন ১৪ কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। এখন এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ অর্থাৎ বেস মডেলের দাম ৫২,৯৯০ টাকা। তার থেকেও কমে কেনা যাবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে। Blue, Midnight, Purple, Starlight, (PRODUCT) RED - এইসব রঙে কেনা যাবে আইফোন ১৪ মডেল।
আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দামেও থাকছে অবিশ্বাস্য ছাড়
বলা হচ্ছে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে আইফোন ১৬ প্রো পাওয়া যাবে ৭০ হাজার টাকার মধ্যে। আর আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনা যাবে ৯০ হাজার টাকার মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই দুই ফোন লঞ্চ হয়েছিল আইফোন ১৬ সিরিজের মধ্যে। লঞ্চের সময় এই দুই ফোনের বেস মডেলের দাম ছিল যথাক্রমে ১,১৯,৯০০ টাকা এবং ১,৪৪,৯০০ টাকা।
এবছর অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপেলের ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ
সদ্যই লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড-নিউ আইফোন এয়ার লঞ্চ হয়েছে ভারতে। গতকাল অর্থাৎ ৯ অগস্ট আইফোন ১৭ সিরিজ লঞ্চ হয়েছে। আর প্রি-অর্ডার শুরু হতে চলেছে শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে। আর স্টোরে এই ফোনগুলি উপলব্ধ হবে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রি-অর্ডার শুরু হলেই আগ্রহীরা অ্যাপেল স্টোর ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ভারতে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির প্রি-অর্ডার শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপেলের 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ।






















