iPhone 16: অবিশ্বাস্য কম দামে আইফোন ১৬, এর আগে কোথাও পাওয়া যায়নি এত কমে
Flipkart Big Billion Days Sale 2025: বর্তমানে আইফোন ১৬- র ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৭৪,৯০০ টাকা রয়েছে ফ্লিপকার্টে। বিগ বিলিয়ন ডে সেলের সময় ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এই ফোনের দামে।

iPhone 16: ফ্লিপকার্টের বিগ বিলিয়ন্ডে সেল শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর। আর সেখানে অবিশ্বাস্য কম দামে পাওয়া যাবে আইফোন ১৬। এর আগে এত কম দামে কোথাও কখনও পাওয়া যায়নি আইফোন ১৬ মডেলটি। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মোবাইল অ্যাপে বিগ বিলিয়ন্ডে সেল পেজে দেখা গিয়েছে, আইফোন ১৬ কেনা যাবে ৫১,৯৯৯ টাকায়। ব্যাপক ছাড় থাকতে চলেছে এই ফোনে। এমনকি ওই মাইক্রোসাইটে গ্রাহকদের উদ্দেশে এও বলা হয়েছে যে, যা তাঁরা দেখবেন সেটাই পেমেন্ট করতে হবে, কোনও শর্তাবলী প্রযোজ্য নেই। এর থেকে এটাই স্পষ্ট হয়েছে যে আইফোন ১৬- র এই ছাড় যুক্ত দামে কোনও অতিরিক্ত ব্যাঙ্ক অফার নেই, যা ক্রেতারা সাধারণত নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেয়ে থাকেন।
বর্তমানে আইফোন ১৬- র বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৭৪,৯০০ টাকা রয়েছে ফ্লিপকার্টে। বিগ বিলিয়ন ডে সেলের সময় ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এই ফোনের দামে। এর পরে ক্রেতারা আবার অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের ক্ষেত্রে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।
এমনিতেও আইফোন ১৭ সিরিজ ভারতে লঞ্চের পর আইফোন ১৬- র দাম কমেছে দেশে। অ্যাপেলের অফিশিয়াল ওয়েবসাইটে ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আইফোন ১৬- র দামে ছাড় রয়েছে। এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। সেটা অ্যাপেলের ওয়েবসাইটে এখন পাবেন ৬৯,৯০০ টাকায়। অর্থাৎ ১০ হাজার টাকা ছাড় রয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপেলের 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ।
৪০ হাজারের কমে আইফোন
আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়। ৪০ হাজারের কমেই মিলবে অ্যাপেলের এই মডেল। ২৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল। আর্লি অ্যাকসেস পাবেন প্লাস মেম্বাররা, ২২ সেপ্টেম্বর থেকে। ফ্লিপকার্টের এই সেলেই অবিশ্বাস্য কম দামে কেনা যাবে আইফোন ১৪। ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত আইফোন ১৪ কেনা যাবে ৩৯,৯৯৯ টাকায়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। এখন এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ অর্থাৎ বেস মডেলের দাম ৫২,৯৯০ টাকা। তার থেকেও কমে কেনা যাবে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে। Blue, Midnight, Purple, Starlight, (PRODUCT) RED - এইসব রঙে কেনা যাবে আইফোন ১৪ মডেল।






















