iPhone 16e: iPhone 16-র থেকেও ২০ হাজার টাকা কমে পাবেন iPhone 16e ? কী বিশেষ ফিচার্স রয়েছে ?
iPhone 16e Launched in India: আইফোন ১৬-র ১২৮ জিবি মডেলের দাম যেখানে ৭৯৯০০ টাকা, আইফোন ১৬-ই'র দাম পড়ছে একই ফিচার্সের জন্য ৫৯,৯০০ টাকা।

iPhone 16e Launch: ভারতের বাজারে এসেছে অ্যাপলের নয়া আইফোন ১৬ই, আইফোন ১৬ এসেছিল বাজারে কয়েক মাস আগেই। এবার তার থেকেও নতুন এবং সস্তার ভার্সন এল ভারতে। প্রিমিয়াম আইফোন ১৬ পরিবারের এই ফোন এবার আপনি (iPhone 16) পাবেন অনেক সস্তায়। তবে এই ফোন মূলত অ্যাপলের এসই মডেলের একটি নতুন ফোন বলা চলে। অনেক আপগ্রেড এসেছে ডিজাইনে, ফিচার্সে। তবে বাজারে আসার পরে আইফোন ১৬ই (iPhone 16e) আর আইফোন ১৬-র মধ্যে কী কী ফারাক বা সাদৃশ্য তা নিয়ে চর্চা চলছে। দেখা গিয়েছে আইফোন ১৬-র থেকেও ২০ হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে আইফোন ১৬ই।
আইফোন ১৬ আর আইফোন ১৬-ই'র দামের ফারাক
আইফোন ১৬-র ১২৮ জিবি মডেলের দাম যেখানে ৭৯৯০০ টাকা, আইফোন ১৬-ই'র দাম পড়ছে একই ফিচার্সের জন্য ৫৯,৯০০ টাকা। আইফোন ১৬-র ২৫৬ জিবি মডেলের দাম ৮৯,৯০০ টাকা, আইফোন ১৬-ই'র ক্ষেত্রে সেই দাম রয়েছে ৬৯,৯০০ টাকা। ৫১২ জিবির আইফোন ১৬ আপনি পাবেন ১ লাখ ৯ হাজার ৯০০ টাকায়, আইফোন ১৬-ই আপনি পাবেন ৮৯,৯০০ টাকায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আইফোন ১৬-র থেকে আইফোন ১৬-ই'র দাম প্রায় ২০ হাজার টাকা কম। আইফোন ১৬-ই'র ফ্ল্যাগশিপ ৫১২ জিবির মডেলের দামও ৯০ হাজারের মধ্যে রয়েছে।
ফিচার্সে কী ফারাক
আইফোন ১৬'ই-তে আপনি পেয়ে যাবেন মার্জিনালি ছোট আকারের ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে যাতে অ্যালুমিনিয়াম ফিনিশ রয়েছে এবং গ্লাস ব্যাক রয়েছে। এতে সুরক্ষার জন্য ফেস আইডি ব্যবহার করা হবে। আইফোন ১৬-র থেকে এর ব্রাইটনেস লেভেল কিছুটা কম। আইফোন ১৬-র ওজন যেখানে ১৭০ গ্রাম, সেখানে আইফোন ১৬-ই'র ওজন রয়েছে ১৬৭ গ্রাম। অর্থাৎ কিছুটা হলেও এই ফোন ওজনে হাল্কা।
আইফোন ১৬ সিরিজ মডেলের মধ্যে আগের সমস্ত ফোনের মত অ্যাকশন বাটন রয়েছে এতে। আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলের মত A18 চিপসেট রয়েছে, ৮ জিবি র্যাম রয়েছে। ক্যামেরার কথা বলতে হলে এই আইফোন ১৬ই-তে OIS সহ সিঙ্গল ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফেসটাইম কলের সঙ্গে। মেন ক্যামেরাতে ম্যাক্রো শট নেওয়া যায় না, এতে কোনো সিনেমাটিক বা অ্যাকশন মোড নেই। তবে আইফোন ১৬ এবং ১৬-ই দুটিতেই রয়েছে iOs 18 ভার্সনের সফটওয়্যার।
আরও পড়ুন: LIC Smart Pension Plan: এক প্রিমিয়ামেই নিশ্চিন্ত, মাসে মাসে মিলবে পেনশন; LIC আনল নয়া স্কিম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
