এক্সপ্লোর
LIC Smart Pension Plan: এক প্রিমিয়ামেই নিশ্চিন্ত, মাসে মাসে মিলবে পেনশন; LIC আনল নয়া স্কিম
Pension Plan: লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে ফের একবার একটি নতুন প্রকল্প আনা হয়েছে এলআইসির তরফে যেখানে মাত্র একবার প্রিমিয়াম দিয়েই মাসে মাসে পেনশন পাওয়া সম্ভব।

এলআইসির নয়া পেনশন প্ল্যান
1/10

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে এর আগেও বেশ কিছু পেনশন প্রকল্প আনা হয়েছিল সাধারণ গ্রাহকদের জন্য।
2/10

ফের একবার একটি নতুন প্রকল্প আনা হয়েছে এলআইসির তরফে যেখানে মাত্র একবার প্রিমিয়াম দিয়েই মাসে মাসে পেনশন পাওয়া সম্ভব।
3/10

১৮ বছর থেকে ১০০ বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি এই পেনশন স্কিমে নাম নথিভুক্ত করাতে পারেন।
4/10

তবে এক্ষেত্রে নির্দিষ্ট অ্যানুইটি স্কিমের ভিত্তিতে একেক বয়সে একেক রকম সুবিধে মিলবে। ন্যূনতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে এই স্কিমে।
5/10

এর বিনিময়ে মাসিক ১০০০ টাকা, প্রতি তিন মাসে ৩০০০ টাকা, বছরে ২ বার ৬০০০ টাকা করে আর বছরে একবার ১২ হাজার টাকা পেনশন পেতে পারেন আপনিও।
6/10

তবে এর জন্য একবারই প্রিমিয়াম জমা দিতে হবে এবং তার বিনিময়েই আপনি পাবেন অ্যানুইটি। এক্ষেত্রে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই।
7/10

এই পেনশন প্ল্যানে সিঙ্গল লাইফ ইনসিওরেন্স বা জয়েন্ট লাইফ ইনসিওরেন্স অ্যানুইটি পাবেন গ্রাহকরা। আবার গ্রাহকরা চাইলে এই স্কিম থেকে আংশিক বা সম্পূর্ণ টাকা কিছু শর্তে তুলেও নিতে পারেন।
8/10

অনলাইনে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিংবা অফলাইনে কোনও এলআইসির এজেন্টের মাধ্যমে এই প্ল্যান কিনতে পারেন আপনি।
9/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 19 Feb 2025 02:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
