iQoo Smartphone: ভারতে আসছে আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?
iQoo 12 Anniversary Edition: আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। এই একই ধরনের ক্যামেরা ফিচার ছিল আইকিউওও ১২ ফোনেও।
iQoo Smartphone: আইকিউওও সংস্থার নতুন ফোন (iQoo Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। আইকিউওও সংস্থা বিগত চার বছর ধরে প্রোডাক্ট লঞ্চ করছে ভারতে। সেই উপলক্ষ্যেই উদযাপনের জন্য নতুন ফোন আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন (iQoo 12 Anniversary Edition) লঞ্চ করতে চলেছে ভিভো-র সাব-ব্র্যান্ড। এই ফোন যে দেশে লঞ্চ হবে সেকথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ৯ এপ্রিল আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন লঞ্চের পর কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং আইকিউওও ইন্ডিয়ার (iQoo India) ওয়েবসাইট থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১২ ফোন গতবছর অর্থাৎ ২০২৩ সালের একদম শেষভাগে ডিসেম্বরে মাসে ভারতে লঞ্চ হয়েছিল।
কত দাম হতে চলেছে আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনের, কী কী অফার পেতে পারেন ক্রেতারা
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনের দাম হতে চলেছে ৪৯,৯৯৯ টাকা। ক্রেতারা নো-কস্ট ইএমআই- এর অপশন পাবেন ৯ মাস পর্যন্ত। এছাড়াও আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক করে ৩০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এক্ষেত্রে কিছু শর্তাবলী প্রযোজ্য থাকবে।
এবার একনজরে দেখে নিন আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে
- আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে থাকতে পারে একটি সুপার কম্পিউটিং কিউ১ ডিসপ্লে চিপ।
- ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে আইকিউওও সংস্থার আসন্ন ফোনে।
- এই ফোনে ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। আইকিউওও সংস্থা দাবি, এই চার্জিং ফিচারের সাহায্যে আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১২ মিনিট।
- আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। এই একই ধরনের ক্যামেরা ফিচার ছিল আইকিউওও ১২ ফোনেও। জানা গিয়েছে, আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৬৪ মেগাপিক্সেলের পেরিক্সোপ টেলিফটো শুটার এবং ৫০ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত- থাকতে চলেছে।
- জানা গিয়েছে, আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন ফোন লঞ্চ হতে চলেছে ডেজার্ট রেড শেডে। সঙ্গে থাকবে ভেগান লেদার ফিনিশ। চিনে এই রঙে আগেই লঞ্চ হয়েছে ফোন।
আরও পড়ুন- ভারতে দাম কমেছে ওয়ানপ্লাস ১১ ফোনের, কোথা থেকে কত দামে কিনতে পারবেন?