iQoo 13 India Launch: ভারতে কবে লঞ্চ হচ্ছে আইকিউওও ১৩ ফোন? কী কী ফিচার থাকতে পারে?
iQoo 13: ভারতে লঞ্চের পর আইকিউওও ১৩ ফোন কেনা যাবে অফিশিয়াল আইকিউওও ই-স্টোর এবং অ্যামাজন থেকে।
iQoo 13 India Launch: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির নতুন ফোন (iQoo Phones) ভারতে লঞ্চ হতে চলেছে। আইকিউওও ১৩ ফোন (iQoo 13) এবার লঞ্চ হবে দেশে। আইকিউওও ১২ ফোনের (iQoo 12) সাকসেসর মডেল হল আইকিউওও ১৩। কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনে। চিনে এই ফোন লঞ্চ হয়েছে ৩০ অক্টোবর। এবার আসছে ভারতে। জানা গিয়েছে, আইকিউওও ১৩ ফোন ভারতে লঞ্চ হবে ডিসেম্বরমাসে। চিনের ভ্যারিয়েন্টের মতো ডিজাইন এবং ফিচার নিয়েই এই ফোন দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এক্স মাধ্যমে আইকিউওও সংস্থা জানিয়েছে ভারতে তাদের ফোন ডিসেম্বর মাসে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১২ ফোনও ভারতে লঞ্চ হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসেই। তার এক বছরের মাথায় ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে চলেছে সাকসেসর মডেল আইকিউওও ১৩।
ভারতে লঞ্চের পর আইকিউওও ১৩ ফোন কেনা যাবে অফিশিয়াল আইকিউওও ই-স্টোর এবং অ্যামাজন থেকে। এই ফোনে Halo লাইট ফিচার থাকবে। অ্যামাজনে আইকিউওও ১৩ ফোনের যে মাইক্রোসাইট প্রকাশির হয়েছে সেখানে এই ফিচার দেখা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে, আইকিউওও ১৩ ফোনে থাকবে একটি 2K LTPO AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এছাড়াও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে চলেছে এই ফোনে। এছাড়াও এই ফোনে থাকবে একটি কিউ২ গেমিং চিপসেট।
আইকিউওও ১৩ ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে সর্বোচ্চ ১৬ জিবি ইনবিল্ট র্যাম থাকার কথা রয়েছে। আর সর্বোচ্চ অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১ টিবি। আইকিউওও ১৩ ফোনে ৬১৫০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপর্ট থাকার কথাও শোনা গিয়েছে। এই ফোনে ৬.৮২ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ১৫ হাজারের কমেই পেয়ে যাবেন ট্যাব, থাকছে আধুনিক ফিচার, অফার সীমিত সময়ের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।