iQoo Neo 10: ৭০০০ এমএএইচের ব্যাটারি, 'বাইপাস চার্জিং' ফিচারের সাপোর্ট, ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ১০ ফোন
iQoo Neo 10 India Launch: ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও। তারা ভারতে লঞ্চ করেছে তাদের নিও সিরিজের নতুন ফোন আইকিউওও নিও ১০।

iQoo Neo 10: আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এছাড়াও রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
ভারতে আইকিউওও নিও ১০ ফোনের দাম কত?
দেশে এই ফোনের দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই মডেলে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্ট যার দাম ৩৩,৯৯৯ টাকা। আর একটি মডেলে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন যার দাম ৩৫,৯৯৯ টাকা। এর পরেও রয়েছে আর একটি মডেল। সেখানে রয়েছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। এর দাম ৪০,৯৯৯ টাকা।
ভারতে আইকিউওও নিও ১০ ফোন লঞ্চ হয়েছে Inferno Red এবং Titanium Chrome- এই দুই রঙে। প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ৩ জুন থেকে শুরু হবে বিক্রি। এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট এবং আইকিউওও সংস্থার ইন্ডিয়া ই-টোর থেকে।
আইকিউওও নিও ১০ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং এই ডিসপ্লেতে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন।
- কিউ১ গেমিং চিপসেট আলাদা করে রয়েছে আইকিউওও নিও ১০ ফোনে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে।
- আইকিউওও নিও ১০ ফোনের রেয়ার এবং ফ্রন্ট, দুটো ক্যামেরাতেই ৬০ ফ্রেম পার সেকেন্ড রেটে 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
- গেম খেলার জন্য তৈরি হয়েছে এই ফোন। একটানা অনেকক্ষণ গেম খেললেও ফোন যাতে গরম হয়ে না যায় তার জন্য এই ডিভাইসে রয়েছে ভেপার কুলিং চেম্বার। এর আয়তন ৭০০০ বর্গ মিলিমিটার।
- এই ফোনে ১৪৪ ফ্রেম পার সেকেন্ড গেমিং সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি রয়েছে বাইপাস চার্জিং ফিচারের সাপোর্টও। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর সিকিউরিটি ফিচারও রয়েছে। ফোনের ওজন প্রায় ২০৬ গ্রাম।























