(Source: ECI/ABP News/ABP Majha)
iQoo Z5 Update: ২৪,০০০ টাকায় Snapdragon 778G চিপসেট ১২০ হার্টজের ডিসপ্লে, iQOO Z5 এল ভারতে
iQOO Z5: নতুন মডেলে Snapdragon 778G প্রসেসর দিয়েছে কোম্পানি। প্রাইমারি ক্যামেরা হিসাবে রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকছে ফোনে।
নয়াদিল্লি: পুজোর বাজারে ভারতে এল iQOO Z5। মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচার ছাড়াও উন্নত প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনে। টেক ব্লগারদের মতে, ২৫,০০০টাকার ফোনে অন্য কোম্পানিদের কড়া টক্কর দেবে এই ডিভাইস।
iQOO Z5-এর দাম
ভারতের বাজারে ২৩,৯৯০ টাকায় লঞ্চ হয়েছে কোম্পানির বেস ভ্যারিয়েন্ট।৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এই ভ্যারিয়েন্টে।এ ছাড়াও রয়েছে ১২ জিবি ২৫৬ জিবির টপ ভ্যারিযেনেট। যার দাম রাখা হয়েছে ২৬,৯৯০ টাকা।Arctic Dawn ছাড়াও Mystic Space রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ৩ অক্টোবর থেকে iQoo.com ও Amazon.in-এ পাওয়া যাবে iQOO Z5।
iQOO Z5-এর স্পেসিফিকেশন
নতুন মডেলে Snapdragon 778G প্রসেসর দিয়েছে কোম্পানি। প্রাইমারি ক্যামেরা হিসাবে রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকছে ফোনে। ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে iQOO Z5-এ। সঙ্গে থাকছে ১২০ হার্টজের রিফ্রেস রেট। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ৮ জিবি ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকছে আইকুর নতুন ফোনে।
ক্যামেরা কেমন থাকছে ফোনে ?
ভালো ছবি তোলার জন্য ফোনে দেওয়া হয়েছে তিনটে রেয়ার ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। আল্ট্রা ওয়াইড শ্যুটার হিসাবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সলের লেন্স। এছাড়াও থাকছে ২ মেগার ম্যাক্রো শ্যুটার। সেলফি ক্যামেরার জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
iQOO Z5-এর ব্যাটারি
ফোনে ৫০০০এমএএইচের শক্তিশালী ব্যাটারি দিয়েছে কোম্পানি।যা ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কানেক্টিভিটির জন্য ফোনে দেওয়া হয়েছে উন্নত ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি পোর্ট। দেশের বাজারে OnePlus, Samsung, Xiaomi ও Oppo-র সঙ্গে টক্কর হবে এই ফোনের।
আরও পড়ুন : Realme Narzo 50 Launched: ৬০০০-এর ব্যাটারি-ত্রিপল রেয়ার ক্যামেরা, ভারতে এল Realme Narzo 50A, Narzo 50i
আরও পড়ুন : Redmi G 2021 Gaming Laptop: ১৪৪ হার্টজের ডিসপ্লে-১৬ জিবি RAM, প্রকাশ্যে এল Redmi G 2021