Redmi G 2021 Gaming Laptop: ১৪৪ হার্টজের ডিসপ্লে-১৬ জিবি RAM, প্রকাশ্যে এল Redmi G 2021
ল্যাপটপে ৫১২ জিবি অন বোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। গেমিং ল্যাপটপের পারফরম্যান্স দিতে নতুন মডেলে দেওয়া হয়েছে ইন্টেল আই-৫ (১১জেনারেশন) প্রসেসর ছাড়াও রাইজেন-৭ চিপসেট।
নয়াদিল্লি: নাগালের বাইরে প্রিমিয়াম গেমিং ল্যাপটপের দাম। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে মিডরেঞ্জে গেমিং ল্যাপটপ Redmi G 2021 এল প্রকাশ্যে।১৪৪ হার্টজের ডিসপ্লে-সহ ১৬ জিবি RAM রয়েছে এই ডিভাইসে। যার ফলে ফ্রেম ড্রপের চিন্তা থাকছে না গেমারদের।
দাম মিডরেঞ্জের হলেও স্পেকসের দিকে কার্পণ্য করেনি কোম্পানি। ল্যাপটপে ৫১২ জিবি অন বোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। গেমিং ল্যাপটপের পারফরম্যান্স দিতে নতুন মডেলে দেওয়া হয়েছে ইন্টেল আই-৫ (১১জেনারেশন) প্রসেসর ছাড়াও রাইজেন-৭ চিপসেট। ল্যাপটপের তাপমাত্রা স্বাভাবিক রাখতে দেওয়া হয়েছে দুটো বড় ফ্যান। এখানেই শেষ নয়। ডিভাইস ঠান্ডা রাখতে Xiaomi's Hurricane Cooling 3.0 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ল্যাপটপে।
Redmi G 2021 Gaming Laptop-এর দাম
Redmi G 2021 গেমিং ল্যাপটপের আই-৫ মডেলের দাম রাখা হয়েছে CNY ৫৬৯৯(ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৬৪,৯০০ টাকা। অন্যদিকে এর রাইজেন-৭ মডেলের দাম রাখা হয়েছে CNY৬,৯৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় যা ৭৯৭০০ টাকা)। ২৩ সেপ্টেম্বর থেকেই এই ল্যাপটপের ইন্টেল ভার্সন বিক্রি শুরু হবে চিনে।আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে গেমিং ল্যাপটপের রাইজেন-৭ ভ্যারিয়েন্ট।তবে এই গেমিং ল্যাপটপের গ্লোবাল ভ্যারিয়েন্ট কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে টেক সাইটগুলোর মতে শীঘ্রই বিশ্ব বাজারে আনা হবে এই গেমিং ল্যাপটপ।
Redmi G 2021 স্পেসিফিকেশন
বর্তমানে উইন্ডোজ ১০ ভার্সনে চলবে এই গেমিং ল্যাপটপ। তবে তা উইন্ডোজ-১১ ভার্সনে আপগ্রেড করা যাবে।১৪৪ হার্টজের ডিসপ্লে-সহ ১৬ জিবি RAM রয়েছে এই ডিভাইসে। সবথেকে পাওয়ারফুল AMD Ryzen 7 5800 প্রসেসর এই গেমিং ল্যাপটপে দিয়েছে রেডমি।এই মডেলে Nvidia GeForce 3060 গ্রাফিক্স কার্ড দিয়েছে কোম্পানি। পাশাপাশি Intel Core i5-11260H দেওয়া হয়েছে অন্য ভ্যারিয়েন্টে। সঙ্গে রয়েছে Nvidia GeForce RTX 3050 গ্রাফিক্স কার্ড। ল্যাপটপে ৫১২ জিবি অন বোর্ড স্টোরেজ দিয়েছে কোম্পানি।
আরও পড়ুন : Amazon Great Indian Sale: Flipkart-এর 'বিগ বিলিয়ন ডে'-র পাল্টা সেল আনছে Amazon, কত শতাংশ পর্যন্ত ছাড় ?
আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125
আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV
আরও পড়ুন : Harley-Davidson Electric Cycle: ইলেকট্রিক বাইসাইকেল আনছে Harley-Davidson, বছর শেষে বিক্রি শুরু