Itel Smartphones: ভারতে হাজির নতুন 'বাজেট-ফ্রেন্ডলি' ফোন আইটেল এস২৩ প্লাস, কী কী ফিচার রয়েছে এই মডেলে?
Itel S23 Plus: এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর।
Itel Smartphones: আইটেল সংস্থার নতুন স্মার্টফোন আইটেল এস২৩ প্লাস (Itel S23 Plus) লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly Phone) ফোন, অর্থাৎ দাম খুব বেশি নয়। এই ফোনে রয়েছে একটি AMOLED 3D curved ডিসপ্লে। তার উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সজ্জিত রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। আইটেল এস২৩ প্লাস ফোনে রয়েছে একটি Unisoc T616 4G প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। আইটেল সংস্থার নতুন ফোনে রয়েছে Memory Fusion টেকনোলজি। এর সাহায্যে ফোনের ৮ জিবি র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আইটেল এস২৩ প্লাস ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে আইটেল এস২৩ প্লাস ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। Elemental Blue এবং Lake Cyan- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইটেল এস২৩ প্লাস ফোন। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।
আইটেল এস২৩ প্লাস ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোন। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট। এই ফোন পরিচালিত হবে Itel OS 13- এর সাহায্যে।
- ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED কার্ভড ডিসপ্লে রয়েছে এই ফোনে। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।
- Dynamic RAM Expansion টেকনোলজির সাহায্যে এই ফোএর ইনবিল্ট র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব আরও ৮ জিবি পর্যন্ত।
- আইটেল এস২৩ প্লাস ফোনের ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ওয়া-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের সাপোর্ট।
ভারতে নতুন ভ্যারিয়েন্ট ইয়ে হাজির ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন
প্রথমবার লঞ্চের সময় ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন। তার দাম ছিল ১৯,৯৯৯ টাকা। আর নতুন ভ্যারিয়েন্টের দাম আগের থেকে কিছুটা কম ১৬,৯৯৯ টাকা। এই নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Black Engine এবং Orange Shimmer- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫৬ ৫জি ফোন। এই ফোন কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ প্রো ৫জি, কী কী ফিচার রয়েছে এই ফোনে? দামই বা কত?