Jio 349 Plan: জিও-র ৩৪৯ টাকার প্ল্যানে জুড়ল নতুন সুবিধা, এবার কী পাবেন ইউজাররা?
Jio Prepaid Recharge Plans: আগে ২৯৯ টাকায় যে প্রিপেড রিচার্জ প্ল্যান পাওয়া যেত সেটাই এখন ৩৪৯ টাকায় চালু করেছে জিও-র। দাম বেড়েছে ৫০ টাকা। ট্যারিফ বৃদ্ধির পর এই নতুন প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে?
Jio 349 Plan: রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে (Prepaid Recharge Plan) যোগ করল নতুন সুযোগ সুবিধা। গত ৩ জুলাই থেকে জিও- র যাবতীয় রিচার্জ প্ল্যানের ট্যারিফ (Tariff Hike) বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে সমালোচনার মুখেও পড়েছে জিও। এরপরেই ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান (Jio 349 Prepaid Recharge Plan) নতুন করে তৈরি করেছে সংস্থা। ট্যারিফ বাড়ার পরেই এই প্ল্যান লঞ্চ হয়েছিল। তবে এবার কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও- র ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান।
কী কী নতুন সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে জিও- র ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে, দেখে নিন
প্রতিদিনের ডেটা লিমিট কিংবা ফ্রি এসএমএসের সংখ্যা বাড়ানো হয়নি। বরং বেড়েছে জিও- র ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ। ২৮ দিনের পরে এবার ৩০ দিনের জন্য এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। ৩৪৯ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানকে 'হিরো ৫জি' নাম দিয়েছে রিলায়েন্স জিও সংস্থা। এক্স মাধ্যমে জিও কর্তৃপক্ষ এও জানিয়েছেন যে সংস্কার করার পর তাদের ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান ইউজারদের আনলিমিটেড ৫জি পরিষেবাও দেবে সেই সব এলাকায় যেখানে জিও- র ট্রু ৫জি সার্ভিস চালু রয়েছে। আক্ষরিক অর্থেই এবার এই রিচার্জ প্ল্যান ইউজারদের একমাসের পরিষেবা দেবে।
নতুন করে তৈরি হওয়া ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও সংস্থা ইউজারদের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেবে। এছাড়াও আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধা রয়েছে। আগে এই প্ল্যানের খরচ ছিল ২৯৯ টাকা। তবে সেই প্ল্যানের দাম ৫০ টাকা বাড়িয়েছে জিও সংস্থা।
জিও- র প্ল্যানে রয়েছে ওটিটি সাপোর্টের সুবিধা, সবচেয়ে কমে কত টাকায় কী কী সুবিধা পাবেন ?
১৭৫ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য ১০ জিবি ডেটা পাবেন ইউজাররা। তার সঙ্গে ১২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এই ওটিটি অ্যাপের তালিকায় রয়েছে সোনি লিভ, জি ফাইভ, জিও সিনেমা, লায়নস্টেজ প্লে, ডিসকভারি প্লাস, সান এনএক্সটি, কাঁচা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, হইচই, Chaupal, Docubay, EPIC ON- এগুলি।
আরও পড়ুন- একমাস ধরে ফোনে বন্ধ ইন্টারনেট, বিলে ছাড় পাবেন আপনি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।